বাবার পদচিহ্ন

লিখেছেন লিখেছেন দীপঙ্কর বেরা ১৭ জুন, ২০১৪, ১০:৩৭:৫৭ রাত

এখন কোন ধুতি পরা বৃদ্ধকে

রাস্তায় চলে যেতে দেখলেই

আমার বাবার কথা মনে পড়ে যায় ।

এই বুঝি উনি সামনে এসে দাঁড়িয়ে

জিজ্ঞেস করবেন- এত রোদে কোথায় চললি বাবা !

আমি কোনো উত্তর দিতে পারব না ।

শুধু বুকের ভেতর হাহাকার য্ন্ত্রণায় কেঁদে উঠব -

বাবা নেই – আমার বাবা নেই ।।

পাশে দাঁড়ানো ছেলের হাত ধরা থাকবে

বৌ পেছন ঘুরে বলবে – কি গো দাঁড়িয়ে পড়লে ,

ওদিকে তাকিয়ে অত কি দেখছো ?

আমি উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকবো

আর এগিয়ে চলব সহজ পায়ে ।

জানি ফিরবে না

তাই মনের ক্ষ্ত লুকিয়ে

ব্যস্ত হয়ে পড়ি অন্য কাজে

অন্য দিনের আশায় ।

-০-০-০-০-

বিষয়: Contest_father

১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File