ফরমালিনে সর্বনাশ!

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৭ জুন, ২০১৪, ০৯:৪৪:৪৮ রাত

লাগবেনা আর মিছে দাওয়াত

আসবোনা আর সেই গাঁয়ে,


ফরমালিনের খাওয়া খেয়ে

সইবে না গো মোর গাঁয়ে।

চোখ ধাঁধানো ফল চাহিনা

চাইনা লোভের তাজা মাছ,


ভোজন লোভে মরণ ফাঁদে

ফিরবো না ঘর হয়ে লাশ।

পারবে দিতে ওজুর পানি

কাঠের খড়ম দিতে পায়
,

নদীর বুকে নায় ছড়িয়ে

নিতে তোদের প্রিয় গাঁয়?

পারবে দিতে নিজ ফসলের

সব্জি ইলিশ পান্তা ভাত.


শীতল পাটির বিছান পেতে

কাটিয়ে দিতে সারা রাত?

পারবে দিতে চাঁদনী রাতে

পালা গানের সেই আসর,


হাসি কান্নায় গল্পে মাতবে

গায়ের কৃষক, নর-নাগর?

পারবে দিতে কোরোসিনের

হারিকেন আর মোম বাতি,


বিদ্যুত বিহীন সেই যুগে মোর

ছিল না যে কম খ্যাতি?

সেই খ্যাতিতে সুনাম ছিল

ছিল কুল আর বংশ জাত,


ফরমালিনের দাওয়াত খাইয়ে

করিসনে মোর সর্বনাশ!!!!!!!!

বিষয়: বিবিধ

১৭০৭ বার পঠিত, ৭০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235960
১৭ জুন ২০১৪ রাত ০৯:৫৮
ধন্যবাদ লিখেছেন : জন্ম যদি বঙ্গতে হয়
ফরমালিনের নেইকো ভয়,
বিষ খেলেও অভাগাদের
জীবনের হয় না ক্ষয়.
১৯ জুন ২০১৪ সকাল ০৮:০৫
182985
আওণ রাহ'বার লিখেছেন : খাটি এবং বর্তমান সত্য বলেছেন।
অথচ ১০ বছর আগেও এমনটি ভাবতামনা আমরা।
১৯ জুন ২০১৪ রাত ০৯:২৩
183162
প্রবাসী মজুমদার লিখেছেন : সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ। বিশেষ করে আওণ রাহ'বার, যে আমার অনুপস্থিতিতে এ ব্লগকে মাতিয়ে রেখেছে। ভাল লাগল। দেশে যাবো। বাচ্ছাদের ইকামা নবায়ন, পাসপোটৃ ঝামেলায় সরকারী অফিসে যাতায়াত সব মিলিয়ে হারিয়ে গিয়েছিলাম। ধন্যবাদ।
235962
১৭ জুন ২০১৪ রাত ১০:০০
হতভাগা লিখেছেন : ফরমালিন নিয়ে এত হৈ চৈ তো মাত্র ১ মাস হল শুরু হয়েছে । এই ফরমালিন গত ১০-১৫ বছর ধরেই আছে আমাদের শরীরে । এতদিনে তো সয়ে যাওয়ার কথা ।

ফরমালিন যুক্ত খাবার খেতে খেতে অভ্যস্ত আমরা এখন বরং ফ্রেশ জিনিস খেয়েই অসুস্থ হয়ে পড়বো।
১৮ জুন ২০১৪ দুপুর ১২:৩৯
182671
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ১০-১৫ বছর আগে ফরমালিনের এতো বেপরোয়া মাত্রাতিরিক্ত ব্যবহার লক্ষ্য করা যায়নি। বিগত দু’চার বছর আগে থেকেই ফরমালিনের সাথে সাধারণ ভোক্তার পরিচয় হয়ে উঠেছে। কাঁচা বাজার থেকে যে কোন পচনশীল দ্রব্য কিনলেই সেখানে ফরমালিনের ব্যবহার সহজেই ধরা পড়বে।
বছর খানিক আগেকার কথা। আমার এক পরিচিত লোক বাজার থেকে একটি রুই মাছ কিনে বাসায় রেখে গেলেন। ইতিমধ্যে ভুয়া যথা সময়ে না আসার কারণে মাছটি রান্না করা হয়নি। একই সময়ে হঠাৎ বাড়ী থেকে ফোন আসার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরুরী বিত্তিতে বাড়ী যেতে হলো। বাসার চাবি ভুয়ার হাতে না থাকার কারণে মাছটিও আর রান্না করা হলো না। চারদিন পর বাড়ী থেকে ফেরত আসার পর মাছটি যে অবস্থায় রেখেছিলেন সে অবস্থাতেই একদম অক্ষত আছে, কোন ধরনের পোকা মাকড়ের আক্রমণ ছাড়াই রয়েছে। সামান্য দূর্গন্ধ পর্যন্ত বের হলো না! অথচ পাঁচ বছর আগেও আমরা বাজারে মাছ কিনতে গেলে কোন কোন মাছ ব্যাপারির মাছ দিয়ে পচাঁ দুর্গন্ধ বের হতো। এটা হচ্ছে সংশ্লিষ্ট ব্যাপারি মাছে কোন ধরনের ভেজাল না করার কারণে তার মাছ ধীরে ধীরে পচা শুরু হয়েছে। কিন্তু এখন পচাঁ মাছ চোখেই পড়ে না। সব মাছই তরুতাজা!!
আর কাচাঁ শব্জি এবং ফল মুলের কথা কি বলবো? বর্তমান চলছে আমের মৌসুম। আগেকার আম ব্যাপারির টুকরির নিচে অনেক গরীব গ্রাহকের জন্য অর্ধ পচাঁ আম থাকতো তাদের ক্রয় সীমার মধ্যে। আর এখন সব আমই তরুজাতা চকচকে একদম ফ্রেশ! কোন আমই পচাঁ নেই!!!
ফরমালিন যুক্ত খাবার খেতে আমরা অভ্যস্ত হয়েছি ঠিকই কিন্তু এর ফলে মানুষ কি পরিমাণ জঠিল রুগে আক্রান্ত হচ্ছে তা নিয়ে কোন সংস্থা গবেষণা বা জরিপ পরিচালনা করেনি। তাই সঠিকভাবে দাবী করা যাচ্ছে না আমরা আসলে ফরমালিনযুক্ত খাবার খেয়ে সুস্থ থাকছি নাকি না খেয়েই সুস্থ্য থাকছি।
১৮ জুন ২০১৪ দুপুর ০৩:৩৫
182731
হতভাগা লিখেছেন : যে গল্পটা বললেন সেটা আমিও জানি ।

আর ফরমালিনের সাথে আমাদের ভালভাবে পরিচয় হয় ম্যাজিস্ট্রেট রোকনুদ্দৌলা যখন ভেজাল বিরোধী অভিযান করছিলেন তখন । তার সাথে চট্টগ্রামের একজন মহিলা ম্যাজিস্ট্রেট সহ বেশ কয়েকজন সে সময়ে খুব নাম করেছিলেন । তাদের মাধ্যমে মানুষ এসব হিডেন জিনিস জানতে পারে এবং খুব অবাক হয়ে যায় কি খাচ্ছি ভেবে। এদের মধ্যে রোকন সাহেব ইনিশিয়েটিভ নিয়ে ফরমালিন কিট আনিয়েছিলেন থাইল্যান্ড থেকে । পরে সাইন্স ল্যাবরেটরী বাংলাদেশে ফরমালিন খাদ্যে আছে কি না তা দেখার জন্য কিট বের করে।

গুনীর কদর হয় না যে দেশে সেই দেশের মানুষ ২০০৭ এর অক্টোবরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা নিয়ে রোকনকে উসকে দিয়ে তার এই যাত্রা থামিয়ে দেয় । পরে মাফ চেয়ে তার চাকরি বাঁচাতে হয় , সেটা বিভিন্ন চ্যানেলেও দেখায় ।

এতে সাপও মরলো লাঠিও ভাঙ্গলো না স্টাইলে ভেজাল কারীরাই জয়ীই হয় ।

সেই থেকে খাদ্যদ্রব্যে ফরমালিন দেবার বন্হুতসব শুরু হয়ে গেছে ।

জানেন কি এই সব ভেজালবিরোধী অভিযান কার আমলে এবং কত সালে শুরু হয়েছিল ?

ফরমালিন এর অনেক আগে থেকেই খাদ্যদ্রব্যে দেওয়া হয় ।
১৯ জুন ২০১৪ সকাল ০৮:০৩
182984
আওণ রাহ'বার লিখেছেন : এখন ফরমালিন না খেলেই আমরা অসুস্থ হয়ে পড়ি। টাটকা ভালো জিনিস পেটে তেমন আর সহ্য হয়না।
কি করবেন কিছু করার আছে কি?
১৯ জুন ২০১৪ রাত ০৯:২৫
183163
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার মনভরে লিখা মন্তব্য ও প্রতিমন্তব্যর জন্য ধন্যবাদ। এটি একটা বিস্ময় যে পুরো বাংলাদেশে কয়েক বছর আগেও একটি মাত্র ক্যান্সার হাসপতাল ছিল। আজ এটি প্রতিটি গলিতে। হাজার হাজার মানুষ হন্য হয়ে ক্যান্সার রোগ থেকে বাচার জন্য সর্বস্ব হারিয়ে দিশেহারা। এটি একটা জাতিকে শেষ করে দেয়ার এক নীরব আত্মঘাতি সর্বনাশ! ধন্যবাদ।
235990
১৭ জুন ২০১৪ রাত ১০:৫৮
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
১৯ জুন ২০১৪ সকাল ০৮:০০
182983
আওণ রাহ'বার লিখেছেন : বারাকাল্লাহু ফীক।
আমাদের মজুমদার ভাইয়ার ব্লগ এবং আমাদের ব্লগে আপনাকে স্বাগতম।
১৯ জুন ২০১৪ রাত ০৯:২৭
183165
প্রবাসী মজুমদার লিখেছেন : কোন কিছুর জন্য পাগল না হলে সে বিষয়ে ভাল ফল আসেনা। আমরা সেটি পারিনা। তবুও আপনার দোয়া সাথে থাকলে আল্লাহ সাহায্য করবেন। ধন্যবাদ।
235997
১৭ জুন ২০১৪ রাত ১১:১৮
পিন্টু রহমান লিখেছেন : বাহ,
১৯ জুন ২০১৪ সকাল ০৭:৫৯
182982
আওণ রাহ'বার লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেও।Good Luck
১৯ জুন ২০১৪ রাত ০৯:৪৩
183173
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিকে ধন্যবাদ এ কবিতার আ্ড্ডায় আসার জন্য। সারাদিন অনেক রাগ আর ক্ষোভ নিয়ে ঘুরে বেড়াই। বিস্ফোরিত মনের ভাবগুলো কবিতার শব্দে ব্রগে উগলে দিয়ে হালকা হই। তার পর ব্যস্ততার কারণে হারিয়ে যাই। ধন্যবাদ।
236024
১৮ জুন ২০১৪ রাত ০১:০৫
বুঝিনা লিখেছেন : ফরমালিনের দাওয়াত খাইয়ে

করিসনে মোর সর্বনাশ!!!!!!!! At Wits' End At Wits' End At Wits' End
১৯ জুন ২০১৪ সকাল ০৭:৫৮
182981
আওণ রাহ'বার লিখেছেন : আগে খেতাম না বুঝে এখন খাই বুঝে ।
কিছুই করার নাই ভাই।
দু এক কেজি আম খাবো মন ভরে তাও ফরমালিন এর জন্য ভয় করে । Sad Crying
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৪৪
183737
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। ধন্যবাদ কোডিং মন্তব্যর জন্য। ভাল লাগল।
236050
১৮ জুন ২০১৪ রাত ০৪:০৫
সন্ধাতারা লিখেছেন : দারুণ হয়েছে! বহুদিন পর গ্রামের সেই সুখী কৃষকের জারী সারি ভাটিয়ালী গান আর হারিকেনের আলো হৃদয়পটে ভেসে উঠলো আপনার কবিতা পড়ে। কতই না মধুময় নিখাদ আনন্দ ভালোবাসা আর শান্তি মিশানো ছিল সেই দিনগুলি। অথচ আজ সবকিছুই ক্যামন যেন ম্যাকি, ভেজালে পরিপূর্ণ। অন্নেক ভালো লাগলো। প্রবাসী ভাইয়া।
১৯ জুন ২০১৪ সকাল ০৬:৪৭
182969
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : গ্রামের সেই হারিকেনের আলো হৃদয়পটে ভেসে উঠার সাথে সাথে আমার কথাও একটু করে মনেপড়ছিলো, তাইনা খালামণি? Love Struck Love Struck
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৪৫
183739
প্রবাসী মজুমদার লিখেছেন : দুজনকেই ধন্যবাদ এ ব্রগে আলোকিত মন্তব্য রেখে যাবার জন্য। বেশি দেরী হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
236075
১৮ জুন ২০১৪ সকাল ০৯:৪৩
টালের পাখা লিখেছেন : মানুষের সুনীতি আছে যতো
যদি সেথায় ফরমালিন দেওয়া যেতো
সুনীতি অক্ষত থাকতো ততো
ভেজাল মুক্ত থাকতাম তত
১৯ জুন ২০১৪ সকাল ০৭:৫৬
182980
আওণ রাহ'বার লিখেছেন : বাহ চমৎকার ভাবনা অনেক ধন্যবাদ।
কবিতা খুব ভালো লাগলো।
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৪৫
183740
প্রবাসী মজুমদার লিখেছেন : বাহ। কবিতার আড্ডায় কবিতার মন্তব্য দারুণ লাগে। ধন্যবাদ।
236094
১৮ জুন ২০১৪ সকাল ১১:১২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পুরা লেখটাই বর্তমানে রুপকথা...আমি কবিতাটা পড়ছি আর দেখছি সেই খড়ম পালতোলা নৌকা হারিকেন...ওহ্...আর ভাবতে পারছিনা...এক সময় যখন এখনকার মতন রাস্তাঘাট তেমন হয়নি তখন বর্ষাকালে খাল বা ছোট নদী লঙ্গীকোমরে বেঁধে পারহতে হতো...আর তখন মানুষ খুব ভয়ে ভয়ে খাল পারহতো না জানি টেংরা মাছ অথবা সিংমাছের কাঁটা পায়ে বিঁধে...কোথায় গেলো সেই দিনগুলি.....অসাধারন আপনি সব সময়ই রিখেন আমি আপনার কবিতার বিষণ ভক্ত ভাই....
১৯ জুন ২০১৪ সকাল ০৭:৫৪
182979
আওণ রাহ'বার লিখেছেন : আমার কাজিন হারিকেনের কথা বললেন আমার কোন কথা নাই। Sad Sad
আমিও মজুমদার ভাইয়ার লিখার ভক্ত।
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৪৬
183741
প্রবাসী মজুমদার লিখেছেন : কি বলে। কবি আব্দুল মান্নান মুন্সীকে ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্য করার জন্য। আমার চেয়ে বোদ্ধা পাঠকদের মন্তব্যই আমার কাছে অনেক অসাধারণ মনে হয়।
236122
১৮ জুন ২০১৪ দুপুর ১২:৩৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ জুন ২০১৪ সকাল ০৭:৫০
182978
আওণ রাহ'বার লিখেছেন : Happy Happy Good Luck আপনাকেও ধন্যবাদ। মজুমদার
ভাইয়া মনে হয় ব্যাস্ত তাই আমরা তার জবাব দিচ্ছি আপাতত।
১৯ জুন ২০১৪ সকাল ১১:৪৬
183034
আওণ রাহ'বার লিখেছেন : চারিদিকে গ্যাঞ্জাম
আর ফরমালিন এ আম।
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৪৭
183742
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার হয়ে জবাব দেয়ার জন্য রাহবারকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই নিজের হয়ে দায়ীত্ব নেয়ার জন্য। গেঞ্জাম খানকেও প্রাণঢালা অভিনন্দন।
১০
236226
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
প্যারিস থেকে আমি লিখেছেন :
ফরমালিনের বিষের চেয়েও
আরেকটা বিষ আছে
সেই বিষের জ্বালায় সারা বাংলা
মরছে ধুকে ধুকে।
১৯ জুন ২০১৪ সকাল ০৬:৫০
182970
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৬ Love Struck Love Struck ভাইয়া আমি এয়ারপোর্ট যাচ্ছি, আপনি যাবেন আমার সাথে? Love Struck Love Struck
১৯ জুন ২০১৪ সকাল ০৭:৪৮
182974
আওণ রাহ'বার লিখেছেন : গুড ভালো গুড ভালো।
২১ জুন ২০১৪ রাত ০৩:২৪
183599
প্যারিস থেকে আমি লিখেছেন : সেতো একদিন আগে ১৭ তারিখ চলে এসেছে, ১৮ তারিখ এয়ারপোর্ট গিয়ে কি করবো।
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৫২
183743
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা।
হিংসার বিষে জ্বলেগো আপা
ঘরে নেই তার স্বামী,
বাড়ী গাড়ী মন্ত্রীত্ব আছে
তবু নহে সে দামী।
স্বামীহীন অথর্ব যে নারী
রাগে করেছে সব ছাই,
মরণেও তাই পারেনি বলতে
প্রিয় স্বামী হে তোমায় বাই...।
নিজের যাতনা নিজেই পুড়ে
ভেতরে পুড়ে সব ছারখার,
পদের লোভে পুরো জাতি মরে
নেই রহমত তার।
সংসার বৈরাগী বুঝিবে কি শান্তি
কি করে পেতে হয়,
পুরো জাতিকে দিশাহীন রেখে
তবুও রাগ নাহি হয় ক্ষয়।

১১
236246
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
নতুন মস লিখেছেন : কেরোসিনের হারিকেনের আলো অতীব সুন্দর ...
ছন্দে ফরমালিনের অপকারীতা সাহ্যিতের পাতায় চমত্‍কার লাগলেও
মানুষ খেকো ব্যবসায়ীদের মাথায় ।
১৯ জুন ২০১৪ সকাল ০৮:০৭
182986
আওণ রাহ'বার লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৩
183744
প্রবাসী মজুমদার লিখেছেন : বসকে ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য। কবিতার আড্ডার পক্ষ থেকে কৃতজ্ঞতা।
১২
236259
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফরমালিন দেশ ফরমালিন হাসিনা ফরমালিন কম কিসে আমরা
১৯ জুন ২০১৪ সকাল ০৭:৪৮
182973
আওণ রাহ'বার লিখেছেন : গুড ভালো গুড ভালো।
Sad Crying Time Out
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৪
183745
প্রবাসী মজুমদার লিখেছেন : হাসিনা নিজেই এখন ফরমালিনের বিষে ছারখার। বিয়ে নামের তামাসার সংসারে বাস করা সে এখন দিশেহারা এক জীবন্ত কীট।
১৩
236415
১৯ জুন ২০১৪ সকাল ০৬:৫৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ছন্দে ছন্দে পড়তে খুব মজা পাইলাম Music Music দাড়ান, আমি একটা ছড়া মন্তব্য করবো Loser Loser ফরমালিন হোক বা গ্রাম্য পরিবেশ নিয়ে Chatterbox Chatterbox তবে এখন পারবো না, পেট একদম খালি, খুব খিদা লেগেছে....... Crying Crying Crying
১৯ জুন ২০১৪ সকাল ০৭:৪৭
182972
আওণ রাহ'বার লিখেছেন : সকাল থেকে এখন পর্যন্ত অন্নেক খেল্লুম।।।
তোমার খাবারটা অর্ধেক আমাকে পাটাই দাউ।
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৫
183746
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ নিছে ছড়া দিয়ে মন্তব্য করার জন্য। ভাল লাগল। কবিতার আড্ডায় কবিতার মন্তব্য যেন এটিকে আলোকিত করে দেয়।
১৪
236420
১৯ জুন ২০১৪ সকাল ০৭:৪৬
আওণ রাহ'বার লিখেছেন : এখন ফরমালিন না খেলেই আমরা অসুস্থ হয়ে পড়ি। টাটকা ভালো জিনিস পেটে তেমন আর সহ্য হয়না।
ছন্দে ছন্দে বেশ ভালো লাগলো Happy Good Luck
অনেক ধন্যবাদ
১৯ জুন ২০১৪ সকাল ১০:১৫
183007
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নেরে কইছে কিডা হেতিনি বেহেস্তু? গ্যাঞ্জাম লাগাইতে মন চায় নাকি?
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৫
183748
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার অনুপস্থিতিতে নিজের হয়ে আপনার করা মন্তব্যর জন্য ধন্যবাদ। ভাল লাগল। বুঝলাম আমি একা নই।
১৫
236422
১৯ জুন ২০১৪ সকাল ০৮:১২
আওণ রাহ'বার লিখেছেন : আপনি ব্যস্ত মানুষ,তাই আপনার কমেন্টের কাজটা আমি আর আমার কাজিন করে দিলাম্ । অপরের উপকারে ব্রতি হওয়াই মানব ধর্ম। কথায় আছে জীবে দয়া করে যেই জন,সেই ই আপন জন....(সেই জন সেবিছে ঈশ্বর,কথাটা ভুল,কারন ঈশ্বরের সেবার দরকার হয়না) - কৃতজ্ঞতা দ্যা স্লেভ বড় ভাই
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:০৩
183112
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Good Luck Good Luck প্রবাসী মজুমদার লিখবেনঃ আপনাকে আর হারিকেন কে অ-নে-ক অ-নে-ক ধন্যবাদ + হাতুড়ি ফুল Time Out Rose Time Out Rose Time Out আমার ব্লগটাকে আলোকিত করে রাখার জন্য Love Struck Love Struck
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৬
183749
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনারা কি চট্রগ্রামের লোক। দেশে আসলে দেখা হবে ইনশাল্লাহ। আমি ১৫ই জুলাই হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ছুটিতে থাকব। ধন্যবাদ।
১৬
236485
১৯ জুন ২০১৪ দুপুর ০১:০৭
ধন্যবাদ লিখেছেন : মুজুমদার সাহেব ধরা-টরা খায়নি তো! ১৭ তারিখ মন্তব্য করলাম আজ পর্যন্তু তার ভাল-মন্দ জবাব আসছে না কেন?
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৮
183751
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। ফিরে এসেছি ভাই। ছেলের 'ও' লেভেল পরীক্ষা শেষ হবার পর মেয়ের পরীক্ষা শুরু। অফিসের ব্যস্ততা। অন্য একটি এয়ারলাইন্সের কিছু কাজ ছিল। সব মিলিয়ে ব্রগের সাথে দারুণ এক অভিমান চলছিল। এটি শেষ না হতেই দেশে যাবার প্রস্তুতি। অ্যাই কিতা কইত্তাম। মনটা কয় কিযে করি...........।
১৭
236526
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:২২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
খারাপ হলো মনটা আবার
ভালো লাগেনা কিছু আর Sad Sad

ইচ্ছে করছে দিয়ে ঝাঁপ
নদীতে আমি কাটবো সাঁতার Yahoo! Fighter Yahoo! Fighter

বুকের ভিতর কেমন জানি
খাঁ খাঁ করছে কেন আমার? Broken Heart Broken Heart

ছোট্টবেলার স্মৃতি এখন
ভেসে উঠছে চোখে আবার Chatterbox Chatterbox

বসেনা মন শহরে এখন
পালিয়ে যাচ্ছে গ্রামে আমার Bee Bee

আপনার কবিতায়ও কিন্তু ফরমালিন Skull Skull আছে..... আমারটা ১০০% ফরমালিন মুক্ত Love Struck Love Struck
২০ জুন ২০১৪ সকাল ১১:২১
183248
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার ছন্দে দারুন একটা মন্তব্য রেখে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ।


১৮
236703
২০ জুন ২০১৪ সকাল ০৮:২৭
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : কয়েকদিনপর ফরমালিন ছাড়া জীবনও বাঁচবেনা।
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৩০
183729
প্রবাসী মজুমদার লিখেছেন : এটা নিরেট সত্য ও বাস্তবতা। ধন্যবাদ।
১৯
237218
২১ জুন ২০১৪ বিকাল ০৪:১৬
ছিঁচকে চোর লিখেছেন : অসাম লিখেছেন অসাম,,, অনেক অনেক ধন্যবাদ
২১ জুন ২০১৪ বিকাল ০৪:৫৮
183762
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ উসিশ সংখ্যার মন্তব্য কারীকে। ভাল লাগল।
২০
237390
২২ জুন ২০১৪ রাত ০২:২২
মাটিরলাঠি লিখেছেন :
ফরমালিন আসলে ব্যবহার হয় সময়ের আগেই পাড়া ফলমুলে। পরিপক্ক ফলে ব্যবহার কম করা হয়। ফল পাকাতে ইথিলিন ও কার্বাইড জাতীয় উপাদান ব্যবহার হয়।

ভাই ফরমালিন মিশানো এখন একটি প্রাগৈতিহাসিক পদ্ধতি। এখন এত রকমের হরমোন ও মেডিসিন এসেছে যে, ফরমালিন তাদের কাছে কিছুই না। আর এসব মেডিসিন ফল পাড়বার পর নয়, ফল গাছে থাকতেই দেয়া শুরু হয়, একবারে মুকুল বের হবার আগে থেকে, একবারে ফল পাড়া পর্যন্ত, বিভিন্ন পর্যায়ে। এসব দিয়ে আপনি ফল পাকানো গড়ে ২ সপ্তাহ এগিয়ে নিতে পারবেন, আবার ইচ্ছা করলে ২ সপ্তাহ পিছিয়ে দিতে পারবেন। ফলের সাইজ বড় করতে পারবেন, ইত্যাদি। এসব ওষুধ বেশীর ভাগই আসে চোরাপথে পাশের দেশ থেকে।

প্রশ্ন করতে পারেন এত কিছু জানলাম কিভাবে? উত্তরটা দিতে ইচ্ছা করছেনা। Thinking


২২ জুন ২০১৪ দুপুর ০৩:০৭
184091
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনার বিজ্ঞ মন্তব্যর জন্য। যে কোন জিনিষ অতিরিক্ত ব্যবহারাই ক্ষতিকর।
২১
237618
২২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২১
আমি মুসাফির লিখেছেন : কেমিকেল ফরমালিন এখন রাজনীতিতে ঢুকে পচা ব্যক্তিদেরকে পচন হতে রক্ষা করে দেশের সর্বনাশ করছে।
উচিত চিল পচা ব্যক্তিরা পচে শেষ হয়ে যাওয়া।
ধন্যবাদ।
২৩ জুন ২০১৪ রাত ১২:৩১
184255
প্রবাসী মজুমদার লিখেছেন : আমাদের সমস্যা কি, কোন বিষয় নিয়ে এক থাকতে পারিনা। কোন বিষয় দির্ঘদিন ধরে রাখতে পারিনা। উদারতা শুধু নিজের গন্ডির মাঝে। যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুন। আপনাকে ও ধন্যবাদ।
২২
238262
২৪ জুন ২০১৪ সকাল ১১:৪৩
মোস্তাফিজুর রহমান লিখেছেন : সুন্দর! এবং চমৎকার কবিতা। তবে অতিরিক্ত প্রয়োগের কারনে ফরমালিন বঙ্গসন্তানের পেটে সহনীয় হয়ে গেছে।
২৪ জুন ২০১৪ দুপুর ১২:৪৪
184732
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসার জন্য ধন্যবাদ আপনাকে। ভাল লাগল।
২৩
239954
২৯ জুন ২০১৪ দুপুর ০২:১৬
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ফরমালিন এখন কোথায় নেই ভাবার বিষয় সেটাই ? বেশ সুন্দর হয়েছে কবিতাটি !
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:২৫
186245
প্রবাসী মজুমদার লিখেছেন : ফরমালিনের কবিতায় মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ। এটি কি সেই ঈস্পিতা যাকে সোনার বাংলা ব্লগে খুব ভাল করে জানতাম?
২৪
240399
৩০ জুন ২০১৪ রাত ০৯:০৫
জোবাইর চৌধুরী লিখেছেন : "পারবে দিতে চাঁদনী রাতে
পালা গানের সেই আসর,
হাসি কান্নায় গল্পে মাতবে
গায়ের কৃষক, নর-নাগর?"

আমি গ্রামের ছেলে, আপনার লেখনি অতীত স্মৃতিতে ডুবিয়ে দিল।
ভালো লাগল অসংখ্য ধন্যবাদ।
০১ জুলাই ২০১৪ রাত ০৪:১২
186547
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভাল লাগল মন্তব্য।
২৫
247241
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
বুড়া মিয়া লিখেছেন : এগুলো ছাড়া খেতে হলে তো, নিজেদেরই চাষ করে খেতে হবে
২৪ জুলাই ২০১৪ রাত ১২:৩৫
192295
প্রবাসী মজুমদার লিখেছেন : ঠিকই বলেছেন। ধন্যবাদ আমার এ পল্লী কবিতার আসরে আসার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File