অসমাপ্ত যাত্রার কৈফিয়ত
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ০২:২৮:১০ দুপুর
সকল ব্লগারকে সালাম ্ও শুভেচ্ছা। অনিচ্ছা সত্বে্ও ব্লগ বাড়ীতে অনুপস্থিতির হাজিরাটা অনেকটা বেশী বাড়া বাড়ীর মতই হয়ে গেল। তাই নিজের বিরুদ্ধে নিজের কৈফিয়ত নিয়েই হাজির হলাম।
প্রবাস জীবন। এ এক ব্যাতিক্রমধর্মী লাইফ ষ্টাইল। এখানে নিজের বেদনাগুলোই নিজে নিত্য গিলে ফেলতে হয়। চীতকার দিয়ে লাভ নেই। শত আত্মীয়স্বজন আর ভালবাসার স্নিগ্ধে ভরা গ্রামের সবুজ ভূমিতে বেড়ে উঠা মানুষগুলো উত্তপ্ত মরুভুমিতে বসবাস যেন পানির মাছ ডাঙ্গায বাস করা। আজ আমরা সেই ডাঙ্গারই এক পরিবর্তিত জীব। কখন্ও শ্রমিক, কখন্ও অফিসার, কখন্ও ধনী, কখন্ও ব্যর্থ এক জীবন্ত পাথর।
প্রবাস জীবন যেন পোড় খা্ওয়া জীবনের মাঝে ডুব দিয়ে তুলে আনা র্নিবাক মানুষদের কালের শ্রেষ্ঠ এক অনবদ্য জীবন্ত কাব্য। সে কাব্যিক কথাগুলো যদি কোন সুনিপুন কথা সাহিত্যিক হৃদয় দিয়ে বুঝতে পারতো। তাহলে প্রবাসীদের না বলা সব যাতনা নিয়ে লেখা সাহিত্য হতো পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য।
তাই প্রবাসী ব্লগারদের সাহিত্য পদচারণা দেখে আমি আশাহত হবার পাশাপাশি আশাবাদী ্ও হই। আহ, এরা যদি আমার মত ব্লগে অনুপস্থিত না হয়ে এটাকে নেশা হিসেবে নিতো, তাহলে আজকের বাংলা বইমেলায় এরাই কিং বদন্তীর নায়ক হয়ে নেতৃত্ব দিতো। মানুষেরা পতংগের মত ছুটে আসতো এদের দিকে।
আমার প্রশ্ন হলো...
অনাগত ভবিষ্যতের সেই খ্যাতিনামা লেখকরা জেগে আছে কি?
বিষয়: বিবিধ
১৫৫৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শত হতাশার মাঝেই বুঝি সুসাহিত্যিকের আগমন আজ ব্লগ পাড়ায়। আঁধার কৃষ্ণ রাত্রিতে একরাশ বেদনার ভাঁজে ভাঁজে খরস্রোতা নদীর কিনারে দাঁড়িয়ে আশার প্রদীপ দিয়ে এগিয়ে আসা সত্যিই অপূর্ব। আপনার হৃদয়ের গভীরের সুপ্ত বাসনাগুলো সব প্রতিকূলতা ডিঙিয়ে বাস্তবতাকে ছুঁয়ে যাক এই প্রত্যাশা আমারও।
লিখাটি অনুভূতিতে আলোড়ন জাগালো।
জাজাকাল্লাহু খাইর।
http://www.natun-bd.net/blog/blogdetail/detail/6327/mbanu/81303
সুনিপুণ শব্দ চয়ণে প্রবাসীদের সীমাবদ্ধতা ও তাদের কে উৎসাহিত করণ আলোড়িত করবেই ইনশা আল্লাহ!
রাতের সব গভীরতা মাড়িয়েই সুব হে সাদিকের সোনালী আগমন হবে!
জাযাকুমুল্লাহু খাইর!!
ধন্যবাদ আপনাকে, আমিও প্রায় ৭/৮ মাস অনুপস্থিত ছিলাম
মন্তব্য করতে লগইন করুন