প্রেম পাগল
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩০:৪২ রাত
মনকে বুঝাই করিস না তুই
প্রেম পাগলামি আর,
তোর জন্যই তো স্যারের হাতে
খেলাম কত মার।
মিছে মোরে নষ্ট করে
লাভ হবে কি তোর,
প্রেমের নেশায় বানাইলি তুই
প্রেমের নেশাখোর।
বাপ মানে না, লজ্জাহীনা
নিত্য করে ঢং
বিয়ের বয়স হয়নি তবু
চায় সে নব সং।
গোঁফ উঠেনি, ভাবটা এমন
হয়নি বয়স কম,
বিয়ের পাগল মইত্যা তবু
ছাড়ে বড় দম।
মন নহে তো পাগলা গারদ
মিছে জ্বালায় মোরে,
পাইলে কষে মারতাম ঠেসে
কানটা টেনে ধরে।
বিষয়: বিবিধ
১৭৪২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উল্টা-পাল্টা কর্মের নামই তো 'প্রেম'!
প্রেমের মরা জলে ডোবেনা....
এ নেশা মরার আগে ছাড়েনা
অনেক ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন