বিডি টুডে এর সাথে ভালবাসা নবায়ন
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১১ ডিসেম্বর, ২০১৫, ০৮:০০:০৫ রাত
জীবনের প্রথম ব্লগ ছিল "সোনার বাংলা" ব্লগ। লিখালেখির জগতে একটি ব্লগের সাথে এ প্রথম সখ্যতা। প্রেম। কল্পনার জগতে অনুভূতির প্রাসাদ নির্মান। স্বপ্নে বিভোর এক অযোগ্য মানুষকে লেখক বা কবি হবার মিছে স্বপ্নে বিভোর হবার অদম্য প্রচেষ্টা।
স্বল্প সময়ে ঐ ব্লগটির প্রতি কতটুুকু আসক্ত হয়েছিলাম, হারানোর পর তা এখন হাড়ে হাড়ে টের পাই। জীবনে প্রথম কোন নারী হৃদয়া্ঙ্গিনায় স্থান করে নেয়ার যে অনুভুতি, সোনার বাংলা ব্লগ ্ও আমার জন্য তাই ছিল।
দ্বিতীয়ত, ব্লগটি বন্ধ হবে, এটি মনেই ছিলনা। আর এটি হারিয়ে যাবার সাথে যে অসংখ্য প্রিয় ব্লগার, আমার প্রসব করা স্মৃতিময় অনেক লিখা, কবিতা্ও হারিয়ে যাবে তা ঘুর্নাক্ষরে ্ও মনে ছিলনা। ব্লগটির সাথে আমার গড়া বিশাল লেখনির রাজ্য হারানোর কারণে হয়তবা এ ব্লগটির জন্য আজো মন কাদে। কলিজায় এখন্ও দাগ কাটে স্মৃতিচারণ করতে গিয়ে। তাই মাঝে মধ্যে নিজে নিজে মনকে বলি, তোর জন্যই অর্ধেক পাগল হয়ে গেলাম। আজীবন অবুঝই থেকে গেলি। মিছে ভালবাসার নামে কলা দেখিয়ে মরিচিকার মত বার বার চ্যাকা খাইয়ে নিজের কাছে নিজেকে আধূভাই বানালি। এ যেন পাগলের সাথে পাগলের সখ্যতা।
জীবনের প্রথম প্রেমটি যদি হয় ভিন্ন রকম, তখন অন্য প্রেম গুলোকে সেটির সাথে তুলনা করলে প্রথমটিই সব সময় ভাল লাগে। এটি অবুঝ মনের অভিব্যক্তি। এ কারণেই হয়তবা বিডি টুডেকে বার বার আপন করার চেষ্টা করে ্ও ব্যর্থ হয়েছি সোনার বাংলা ব্লগ প্রেমের কাছে।
এখানে এ্যাডমিনের সঠিক তদারকী, কিছু লেখক মানহীন লেখা দিলে ্ও তা মুল্যায়ন করা সহ আর্ ্ও কিছু ব্যাপার সেপার কেন জানি মন মানতে চায়না। তবূ্ও ভাবছি, না। যা আছে তাকেই আবার ভালবাসতে চেষ্টা করবো। আবার্ ্ও ব্লগারদের সাথে মেতে উঠবো। তাই শীঘ্রই বিডি টুডে এর সাথে পুরোনো প্রেমের নবায়নের জন্য শূরু করতে যাচ্ছি ব্লগিং।
সবাইকে ধন্যবাদ। ভাল থাকুন।
বিষয়: বিবিধ
১৮৬১ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালোই বলেছেন-' যা আছে তাকেই আবার ভালবাসতে চেষ্টা করবো। আবারো ব্লগারদের সাথে মেতে উঠবো।"- হ্যা উঠুন মেতে। আপনাকে পেয়ে আমরাও সুন্দর প্ল্যাটফর্মটিতে আবার হাটা শুরু করবো।
ভালো থাকুন- ধন্যবাদ।
হারিয়ে গেলেও তা,মনে পড়েই শুধু!'
আপনার নতুন এই সিন্ধান্তসুলভ মনোভাব কে আন্তরিক ভাবেই সাধুবাদ জানাই!
আল্লাহ তাওফিক দিন,আমিন!
ধরতেই হয়ে যায় নাই,
মজা লাগে না পাওয়ার মাঝে
এই আছে এই নাই।
ধন্যবাদ।
স্বাগতম
গল্প কাব্যে ভরে যাক সবারই জীবন। শুভ কামনা রইল।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন