সবাইকে শুভেচ্ছা

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ৩১ জানুয়ারি, ২০১৯, ১১:২১:৪৫ সকাল

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর কৌতুহলী মন নিয়েই সাজ সকালে প্রিয় ব্লগ বাড়ীর ব্লগারদের দেখতে এলাম।

এসেছিলাম উঁকি দিয়ে চলে যেতে। কিন্তুু নতুনদের ভীড়ে পুরোনো দু'একজনকে দেখে লোভটা সামলাতে পারিনি। তাই ঢুকে পড়লাম।

দু'একটা লিখায় মন্তব্য ও লিখলাম। ভাললাগার অনুভুতি প্রকাশ করলাম। ভাল লাগল।

কঠিন বাস্তবতার হিংস্র থাবড়ে আমরা দিশেহারা। কোন কিছুই যেন নিয়ন্ত্রণে নেই। শুধু রাষ্ট্র সমাজ কিংবা পরিবার নয়। নিজেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে উদভ্রান্তের মত ছূটে বেড়াচ্ছি গন্তব্যহীন মহাসড়কে।

ক্ষেতের ধান, ক্ষেতের ডাল, সরিষা, সব্জি নির্ভর পুরোনো দিনগুলোতে আধুনিকতার ছোয়াহীন স্বল্প আয়ের মানুষগুলোর চেহারায় দারুন অভিব্যাক্তি ছিল লক্ষ্যনীয়। গেঞ্জী গায়ে আর লুঙ্গী পরা মানুষটি খালি পায়ে বাজার করে তৃপ্ততার আড্ডায় মেতে থাকতো গভীর রাত পর্যন্ত।

তখন ফুটবল ম্যাছ কিংবা হাডুডু খেলা কিংবা মঞ্চস্থ হওয়া নাটিকাগুলো যেন সভ্যতার আধুনিক যান্ত্রিকতার ছোয়ায় তৈরী করা ছবি থেকে অনেক প্রাণবন্ত ছিল। শিক্ষণীয় ছিল।

আজ ২০১৯ এর শুরুতে এসে সমাজের মাথা থেকে গোড়া পর্যন্ত মিথ্যা, দুর্নীতি, বেহায়ামী আর নির্লজ্জতায় যেন আমাদের প্রশিক্ষিত কারখানায় তৈরী হচ্ছে আগামী প্রজন্মের নষ্টাদের এক ভ্রষ্ট সমাজ।

মনের অজান্তেই খেয়ালীপনা আর নিজেদের চরম বিশ্বাসঘাতকতায় জন্ম নেয়া অনাকাঙ্খীত সমাজে আজ আমরাই বন্দী।

সেই বন্দীত্বের শৃঙ্খল হতে মুক্তিে দেয়ার মানুষগুলো আজ যেন নীতি নৈতিকতার চরম অধপতনের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এ অপ্রতিরোধ্য অবনিত হতে রক্ষা করুন।

বিষয়: বিবিধ

৯১৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386396
৩১ জানুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৬:১২
সন্ধাতারা লিখেছেন : Salam respected brother. Jajakallah for your inspirational presence with valuable feelings.
৩১ জানুয়ারি ২০১৯ রাত ০৯:১৪
318251
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ। ভাল থাকুন দোয়া করি। ব্লগে কি নিয়মিত?
386399
০১ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ০৫:৩৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কী আশ্চর্য!
বহুদিন পর কী মনে করে যেন ঢূঁ মারতে এসে আপনাকে পেয়ে গেলাম!

আমাদের সিবিএফ কে জিন্দা করা/রাখা যায়না?

(অ.ট-বানানের এ দুরবস্থা কেন?)
০৪ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ১১:৪৬
318257
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল লাগল অনেকদিনপর দেখে। নেটে খুব কম আসি। কেন জানি পুরোনোদের দেখতে এসেছিলাম। তাড়াহুড়োর কারণে একবারেই লিখে পোষ্ট। সময় করে এসে ঠিক করে দেব।
কেমন আছেন। কোথায় আাছেন।
386401
০৩ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২:৫৮
নিমু মাহবুব লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

নিয়মিত আবার আসুন। আমি চেষ্টা করছি।
০৫ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ০৫:৩৮
318261
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেকদিন পর আপনাকেও দেখে ভাল লাগছে। আসুন। চেষ্টা করি নিয়মিত।
০৯ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০২:৩৮
318267
আবু সাইফ লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আসুন, আবার জমে উঠুক!
১০ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০২:৫৫
318271
নিমু মাহবুব লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
386409
০৪ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০১:০৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাদের পাইনা, ব্লগে ভালো লাগে না, সেই মিলন মেলা কোথায় হারিয়ে গেল।
১৫ মার্চ ২০১৯ রাত ০৪:০৫
318354
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেকবারই এসেছিলাম। কেমন জানি ওরা কেউ নেই। জমে উঠেনা। তাই খুব অনিয়মিত হয়ে গেলাম। ধন্যবাদ। ভাল থাকুন।
386420
০৯ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০২:৩৮
আবু সাইফ লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আসুন, আবার জমে উঠুক!
১৫ মার্চ ২০১৯ রাত ০৪:০৫
318355
প্রবাসী মজুমদার লিখেছেন : দেখা যাক। সময় করে আসাটাই সমস্যা। ধন্যবাদ।
386513
২৪ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০৯:১০
আমি আল বদর বলছি লিখেছেন : নিয়মিত আবার আসুন। Rose ভালোবাসা ও দোয়া রেখে গেলাম
১৫ মার্চ ২০১৯ রাত ০৪:০৬
318356
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। ইনশাল্লাহ চেস্টা করবো।
386850
০২ নভেম্বর ২০২০ রাত ০১:১২
সন্ধাতারা লিখেছেন : Assalamualaikum...vishon valo laglo.
386851
০২ নভেম্বর ২০২০ রাত ০১:১৩
সন্ধাতারা লিখেছেন : What a big surprise!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File