কামরুজ্জামান - ঘুমন্তদের হৃদয়ে বারুদ ঢেলে দেয়া এক কালজ্বয়ী শহীদের নাম।
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৬ এপ্রিল, ২০১৫, ১১:১৭:২২ সকাল
আগের পর্ব দেখুন
১৯৮৫ সাল। কাকতালীয়ভাবেই শহীদ আব্দুল মালেকের মিছিলের সহযাত্রীদের সাথে পরিচয় হয়েছিল। কল্পনায় মনের মাধুরী দিয়ে গড়া উলঙ্গ সভ্যতার সমাজ গড়ার কারিগর 'ছাত্র ইউনিয়নকে' চিরতরে বিদায় জানালাম। রাতারাতি ডানপন্থী জনপদের বাসীন্দা হয়ে গেলাম। নেশার মোহে লেখা অবিশ্বাসী হেগেল, মাওসেতুং আর কার্লমাকসের জীবন থেকে 'গেলা' চিন্তাধারাকে ফেলে দিলাম নর্দমায় ।
আদশের এ পালাবদলে প্রচন্ডভাবে শিহরিত হতাম। আবেগাপ্লুত হতাম শহীদ হাসান আল বান্না আর শহীদ কুতুবের হৃদয় ছোয়া কথাগুলো পড়ে। নেশাখোরের মত ঢুবে যেতাম খুররম মুরাদের যাদুময়ী লেখনীতে। প্রচন্ডভাবে উদ্দীপ্ত হতাম - সাজানো ফাসীর মঞ্চের সামনে দাড়িয়েও নির্ভীক, আপোষহীন কালজয়ী দায়ীদের তেজোদ্দীপ্ত ঈমানী চেতনা দেখে।
বেগবান গতিতে মিছিল ছুটে চলেছে অনন্তের দিকে। গগন বিদারী আ্ওয়াজে শরীরের রক্তগুলো যেন টগবগ করে উঠত। লক্ষ্য একটাই। যে কোন বাধাকে উপেক্ষা করে মঞ্জিলে পৌছতে হবেই। কিন্তু সমিতি, ফারইষ্ট লাইফ ইন্সুরেন্স অার হাউজিং এর মত লোভনীয় অর্থের পেছনে ছুটে চলা "কেবলা বাবার দরগাহের" মুরিদদের প্রচন্ড দাপটে কেন জানি পীঠ দেয়ালের সাথে ঠেকে যেতে লাগল। হৃদ্যতা আর ত্যাগের সুড়কি দিয়ে তৈরী করা কথিত সীসাঢালা প্রাচীরের মাঝে কাচের দেয়ালের অস্তিত্ব দারুনভাবে আহত করত প্রতিটি ক্ষণে। এসব অনাকাংখিত বিষয় হতে উত্তরণের জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হতে থাকলাম। মান, অভিমান, অভিযোগ আর প্রতিবাদ- কোন কিছুই যেন কাজ হচ্ছিল না। নীচ তলা থেকে উপর তলা পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করে ও লাভ হয়নি। সিষ্টেমের মাঝে আটকে পড়া বিবেক যেন বাকহীন অন্ধ আনুগত্যর বেড়াজালে সিষ্টেমাইজড হতে থাকল। দাখিলকৃত অভিযোগ যেন সব তলাতেই চরমভাবে উপেক্ষিত। অনিয়ম আর অনাকাঙ্খিত সিন্ডিকেট রাজনীতির বেড়াজালে আটকে গেল সব। প্রতিবাদী মন এসব মানতে পারেনি বলেই একটা সময়ে অপেক্ষার বাধঁ ভেঙ্গে ধৈয্যর সবগুলো দেয়াল ধ্বসে গেল। শহীদ আমীর হামজা আর আব্দুল মালেকের নেতৃত্বে এগিয়ে যা্ওয়া শহীদী মিছিল থেকে ফসকে পড়ে গেলাম। স্বল্প সময়েই ইথারের সাথে মিশে গেল ৩০ বছর যাবত হেটে চলা মিছিলের সহযাত্রীদের আ্ওয়াজ। খুব অপরিচিত হয়ে গেলাম সীসাঢালা প্রাচীরের মানুষদের কাছে। সিন্ডিকেট রাজনীতির খলনায়ক, কেবলা বাবার অন্ধ মুরীদদের প্রচারণায় - সন্দেহ. সংশয়, গীবত আর অনুমান নির্ভর কল্পিত কিস্সা কাহীনীর বেড়াজালে রাতারাতি হয়ে গেলাম 'গাজীকালু' উপন্যাসের অবিসংবাদিত নায়ক.।!!!!!
চলবে.....
বিষয়: বিবিধ
১৮৯৫ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর লিখাটির জন্য যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মিছিলের সহযাত্রীদের আওয়াজ।
খুব অপরিচিত হয়ে গেলাম সীসাঢালা প্রাচীরের মানুষদের কাছে।
কপি মন্তব্য
তবে কথাগুলো
সময়ের তালে ভাল লাগল।
এখন আমাদের ভাঙ্গে নাই নিদ? ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন