আহবান সবিনয়

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৫ এপ্রিল, ২০১৫, ০২:২১:৩৪ রাত

ধর্মের পথে যারা

করে অভিনয়

তাদের প্রতি

আহবান সবিনয়।

'

কথা কাজে অমিল

নয় ধর্মের কাজ

কাজ ছাড়া কেমনে

সাজ ধর্মের সাজ?

'

ধর্মের নসিহত যখন

অন্যকে দাও

যদি পারো একটু

নিজের দিকে চাও।

'

তুমি যাহা বলো

তাহা কি তুমি করো

দেখ আয়নায়।

নিজেকে তুলে ধরো।

''

ধর্মের জন্য তুমি নও,

তোমার জন্য ধর্ম

শোধরাতে নিজেকে

ধর্মের পথে করো কর্ম।

'

যদি করো তাই তবে

কোন ভয় নাই

নিশ্চয়ই তুমি স্বর্গ

পাবে পরকালে ভাই।

24.04.2015

বিষয়: বিবিধ

৮৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320208
১৫ মে ২০১৫ বিকাল ০৫:১৪
আহসান সাদী লিখেছেন : ভালো ছড়া। ব্লগে ছড়াকারের প্রয়োজন খুব। ছড়াকারের চাইতে অবশ্য ছড়ার সমঝদারের প্রয়োজন আরো অধিক। আপনি লেখা চালিয়ে যান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File