আমার সুখনিদ্রা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:৪৮:২৪ রাত
আমার সুখ নিদ্রা যাদের
নির্ঘুমের কারণ হয়
সৃষ্টিসুখের নিদ্রাচাষে
তোদের জন্য করুণা হয়।
.
মুক্তমনে আকাশ দেখি
তোমরা দেখো ছিদ্রচোখে
হীনমন্যতায় ভোগে নিত্য
দীর্ঘশ্বাস তোদের বুকে ।
.
মিথ্যার উপর দাঁড়িয়ে যারা
মিথ্যার প্রচারমুখী
জামান বলে- ভ্রান্ত এই
মানুষগুলো নয়কি চিরদুঃখী ?
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন