রোহিঙ্গা পাগলী হানিদা

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:৩০:৫৭ রাত



হানিদা বেগম,

মৃত্যু যাকে তাড়িয়ে বেড়াচ্ছে।

কিছুতেই পেরে উঠতে পারছে না!

পালানোর যেনো কোনো জায়গা নেই।

তারপরও আশা নিয়ে ছুটছে,

এগিয়ে যাচ্ছে...

মাইলের পর মাইল।

পাহাড়, জঙ্গল মাড়িয়ে

খাল-বিল,নদী-নালা পেরিয়ে।

ছুটছে তো ছুটছেই।

পরিবারের সবাইকে হারিয়ে,

এ দুর্গম যাত্রায় তার সঙ্গী আব্দুল মাসুদ।

যার বয়স মাত্র একমাস।

সব হারিয়ে এই মাসুদকে ঘিরেই স্বপ্ন,

তার বেঁচে থাকা, স্বপ্নের পৃথিবী গড়া।

সে আশায় হানিদা চলছে তো চলছেই।

বন, বাদাড়,জঙ্গল,অরণ্য, পাহাড়, পর্বত

নদীনালা খালবিল

কোন কিছুই তার চলার পথে বাঁধা হতে পারছে না।

সব অতিক্রম করে

আরাকান থেকে নাফ নদীর তীরে এসে পৌঁছে।

অন্যদের সঙ্গে গাদাগাদি করে

উঠে পড়ে ছোট নৌকায়।

এই পুলসিরাত পার হলেই

তার আশার ক্ষীণ জগত।

ডুবুডুবু নৌকা হেলে দুলে

যখন টেকনাফের শাহপুরী দ্বীপের তীর ছুঁবে।

কে আগে নামবে

কে আগে বাঁচবে

কে সর্বাগ্রে কিঞ্চিত নিরাপদ জমিনে পা রাখবে ।

এ যখন সবার মনের উদগ্র বাসনা,

তখনই তীরে ভিড়ার সামান্য আগে

ডুবে যায় নৌকা।

কলিজার টুকরা,আদরের ধন

যাকে ঘিরে পৃথিবীকে আঁকড়ে ধরা।

সেই আব্দুল মাসুদকে বুকে চেপে

কষ্টেসৃষ্টে তীরে উঠে হানিদা।

যেন বিশ্বকে জয় করা ।

এ জয়ের উদযাপনে মাসুদের কপালে এঁটে দেন

নিজেকে উজার করা চুমু।

কিন্তু কেমন যেন লাগলো!

আবার দেন,আবারো দেন, বারংবার দেন।

একি! তার আব্দুল চুমুতে সাড়া দিচ্ছে না কেন?

গগন বিদারী চিৎকার দিয়ে উঠে হানিদা !

আমার আব্দুল নড়ছে না কেন?

সে কি ঘুমিয়ে গেছে?

তোমরা আমার আব্দুলকে জাগাও!

ও আমাকে দেখছে না কেন?

ও এত নিথর কেন?

ওই ও কি তাহলে নিষ্ঠুর?

এগিয়ে আসে অনেকে

আশপাশের সবাই নিজেদের কান্না সংবরণ করে হানিদাকে সান্ত্বনা দেয়...

'খানিক বাদে তোমার আব্দুল জেগে উঠবে।

এখন ওকে ঘুমাতে দাও।'

এভাবে আধা রাত, অর্ধ দিন কাটার পর

হানিদা বুঝতে পারে,

তার আব্দুল এ পৃথিবীকে ঘৃণা করে চলে গেছে;

সে তার ধর্ষিতা বোনকে দেখতে পারবে না বলে।

তাকাতে পারবে না নির্যাতিতা মায়ের বদনে।

সব হারানোর ব্যথা সহ্য করতে না পেরে চলে গেছে আব্দুল!

কিন্তু, হানিদা বুঝতে পারেনি!

কখন সে এমনটা করলো?

যখন তাকে শক্ত করে বুকে চেপে পাহাড় জঙ্গল মাড়িয়ে দীর্ঘ পরিক্রমায়?

নাকি তীরে এসে নৌকা ডুবিতে?

যখন তাকে নিয়ে পানিতে হাবুডুবু খেয়েছে?

তাহলে কি;

আমার মানিককে আমিই বুকে চেঁপে মেরে ফেলেছি?

তার স্বজ্ঞানে বিলাপও এখন হারিয়ে গেছে।

এখন সে অনুভূতিহীন এক হানিদা!

দুনিয়ার কোন কিছুই আর তাকে ছুঁতে পারে না।

এখন সে যে পাগলীনী হানিদা!

হানিদা পাগলী!

---১৬.০৯.২০১৭

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384016
২০ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৩:৫৪
384036
২১ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ০২:৩২
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
১৩ নভেম্বর ২০১৮ দুপুর ০১:০৮
318091
ডব্লিওজামান লিখেছেন : ওয়াআলাইকুমুসসালাম। শুকরিয়া। দোয়া চা।
384047
২২ সেপ্টেম্বর ২০১৭ সকাল ০৯:৩২
১৩ নভেম্বর ২০১৮ দুপুর ০১:০৯
318092
ডব্লিওজামান লিখেছেন : Good Luck Winking) Waiting
385046
৩১ মার্চ ২০১৮ সকাল ০৯:৪৫
হতভাগা লিখেছেন : রোহিঙ্গাদের ফিরিয়ে নেবার প্রক্রিয়া শুরু হয়েছে কি ?
১৫ অক্টোবর ২০১৮ রাত ০৪:৪৬
318017
ডব্লিওজামান লিখেছেন : আমার চোখে ঠাউর হয়নি !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File