ধনী হওয়া অপরাধ নয়; তবে অর্থের জন্যই ধনী হওয়া অপরাধ
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২১ জানুয়ারি, ২০১৯, ০৬:০৮:২১ সকাল
ধনী হওয়া অপরাধ নয়; তবে শুধুমাত্র অর্থের জন্যই ধনী হওয়া অপরাধ। জীবনকে নিয়ন্ত্রণ করুন ; নাহলে জীবন একদিন আপনাকে নিয়ন্ত্রণ করবে।
মাইকেল জ্যাকসন দেড়শ' বছর বাঁচতে চেয়েছিলেন। কারো সাথে হাত মেলানোর সময় দস্তানা পরতেন, মুখে মাস্ক লাগাতেন।
নিজের দেখাশোনা করার জন্য বাড়িতে ১২ জন ডাক্তার নিযুক্ত করে ছিলেন; যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করতো।খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করে খাওয়ানো হত।
প্রতিদিন ব্যায়াম করানোর জন্য ১৫ জন লোক ছিল। এভাবে মাইকেল জ্যাকসন দেড়শ' বছর বেঁচে থাকার লক্ষ্যে এগিয়ে চলছিলেন।
Oxygen যুক্ত বেডে ঘুমাতেন। নিজের জন্য Organ Donar রেডি করে রেখেছিলেন। যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন। যাতে হঠাৎ দরকার পড়লেই তারা Kidney, Lungs,Eye etc organ মাইকেলকে দিতে পারে।
এতো কিছু করেও পারলেন না তিনি। হেরে গেলেন। মাত্র ৫০ বছর বয়সে। ২৫ জুন ২০০৯ সালে ওনার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। নিজের ঘরে থাকা ১২ জন ডাক্তারের চেষ্টা কোনো কাজেই লাগলোনা।
Los Angeles, California র সমস্ত ডাক্তার একত্রে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না।
জীবনের শেষ ২৫ বছর ডাক্তারের পরামর্শ ছাড়া একপাও চলতেন না।
যে নিজেকে দেড়শ' বছর বাঁচার স্বপ্ন দেখাতেন। তার স্বপ্ন অধরাই রয়ে গেল।
মাইকেল জ্যাকসনের অন্তিমযাত্রা ২.৫ মিলিয়ন লোক লাইভ দেখেছিল। যেটা আজ পর্যন্ত সব থেকে বড় Live telecast ছিল। তার মৃত্যুর দিন অর্থাৎ 25th June 2009, 3.15pm Wekipedia, Twitter, AOL's Instant messagenger বন্ধ হয়ে গিয়েছিল। Google's এ ৮ লাখ লোক একসাথে মাইকেল জ্যাকসন সার্চ করেছিল। অতিরিক্ত সার্চের জন্য Google traffic জ্যাম হয়ে গিয়েছিল। প্রায় আড়াই ঘণ্টা Google কাজ করেনি।
মৃত্যুকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে নিজেই চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন।
সাজানো পৃথিবীর,সাজানো জীবন স্বাভাবিক মৃত্যুর বদলে সাজানো মৃত্যুকেই আলিঙ্গন করে। এটাই নিয়ম।
কিসের অহংকার !? কিসের গর্ব !? ক'দিনের এই জীবনে ! একদিন শুন্য হাতে, খালি পায়ে পৌঁছে যাবেন মৃত্যুর কাছে
এবার একটু ভাবুন।
১. আমরা কি Builder, Engineer,Designer,Caterer, Decorator's দের জন্য রোজগার করে যাচ্ছি?
২. দামি বাড়ি,গাড়ি, বিলাসবহুল বিয়ে দেখিয়ে কাকে আমরা Impressed করছি?
৩. আপনার নিজের কি পেছনের সকল কিছু হুবহু মনে আছে?
৪. জীবনের শুরু সময়ে কেন আমরা পশুর মত খেটে যাচ্ছি?
৫. আগামী কত Generation এর জন্য খাওয়া দাওয়া, লালন পালনের ব্যবস্থা করে যাবো?
৬. আমাদের বেশিরভাগেরই ২টা করে সন্তান। কারো আবার একটা। আমাদের জীবনের প্রয়োজন কতটা আর কতটা পেতে চাই এটা কি ভেবেছেন?
৭. আপনার কি মনে হয় আপনার সন্তানেরা রোজগার করতে পারবনা। তাই তাদের জন্য অতিরিক্ত Savings করা কি এতই দরকার?
৮. আপনি কি সারা সপ্তাহে ১ দিনও নিজের পরিবার, বন্ধু বান্ধব,এমনকি নিজের জন্য খরচ করেন?
৯. আপনার মাসিক আয়ের ৫% ও নিজের খুশি ও আনন্দের জন্য ব্যয় করেন?
১০. আমরা অর্থ উপার্জনের সাথেসাথে জীবনের কি কোনো আনন্দ পাচ্ছি ?
উত্তর হবে, না না না!!!!!!!!!
ভাবতে ভাবতে হয়তো আগেই Slipp Disc, কোলস্টেরল, অনিদ্রা আপনার হার্ট ব্লক করে দেবে।
সারমর্ম:
নিজের আনন্দের জন্য সময় দিন। আমরা কেউই কোনো সম্পত্তির মালিক নই, কেবল কিছু কাগজপত্রে অস্থায়ীরূপে আমাদের নাম লেখা থাকে।
যখন আমরা বলি "এই জায়গার মালিক আমি"
সৃষ্টিকর্তা তখন কি করবেন?
কারো সুন্দর গাড়ী,বাহারী পোশাক দেখে তার উপর বিচার করবেন না।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন