অদ্ভুত
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১৮:৩৯ সকাল
লেখা হয়ে উঠে না! কত যে চেষ্টা করি বর্ণগুলোকে একসঙ্গে মিলানোর! কিন্তু পারি না। তারপরও ফ্রান্সের ১০ বছরের খানিকটা.....
অদ্ভুত
---------
কি অদ্ভুত শহর!
ছিলেন নাইট গার্ড - দারোয়ান,
এখানে এসে সম্পাদক,লিডার হয়ে যান!
চটির পাঠক,
হয়ে যান সংগঠক!
রাজনীতির 'র' জানে না,
তিনিই পান রাজনৈতিক আশ্রয়!
খেতে বসে নিজ হাতে খাবার তুলে না নেয়া ছিল যার আভিজাত্য,
এখানে তিনি পথে-ঘাটে, রেলস্টেশনে হকারিতে ব্যস্ত !
নাইট ক্লাবে লাল-নীল পানির ফূর্তিতে মত্ত থাকতো যারা,
এখানে বিড়ি-সিগারেটের পাছা কুড়িয়ে নেশা মেটান তাঁরা!
যারা দেশের বিত্ত-বৈভবের বাহাদুরি দেখায়,
অথচ এখানে তারা ভিক্ষুকসম কাল কাটায়!
যেখানে জ্ঞানী-শিক্ষিতরা পালিয়ে বেড়ায়,
মূর্খরা লেসন দেয়!!
এ দেশের নিয়মানুযায়ী যারা নাপিতগীরী করার যোগ্যতা রাখেনা ;
তারা হয়ে যায় আইন উপদেষ্টা!
সেলুকাস! সেলুকাস! কি বিচিত্র!
কি অদ্ভুত!
কি অদ্ভুত শহর !
যে শহরে একটি বিশেষ জাতি-গোষ্ঠী এসেছে শুধুই টাকা কামাতে!
তাদের কাছে যেনো মায়া-মহব্বত-মানবতা নিজ থেকে নিজের উপর কঠোরভাবে নিয়ন্ত্রিত!
তাঁরা টাকা কামাতে নিকটাত্মীয়র মৃত্যুর খবরও চেপে রেখে;
অতঃপর নিজের সুবিধাজনক সময়ে তা ঘোষণা দেয়!!!
অথচ প্রকৃত এ শহর
এ দেশ
সংস্কৃতি
এমন নয়।
প্রমাণ দেখেছি-শুনেছি, প্রত্যক্ষ করছি......
এই শহর, এই দেশকে নিয়ে ঐ জাতি-গোষ্ঠীই এখানে আছে বলে অন্যদের নিকট বিরাট ভাব-ফুটানি দেখায়!
হায়রে অদ্ভুত জাতি!
অদ্ভুত গোষ্ঠী!
তোরা মানুষ হ।
যে দেশে আছো, যে দেশের মানবতার সুবিধায় বেঁচে থাকাকে ভোগ করছো---
সেখান থেকে কিছু শিখো...
জানো...
মানুষ হও।
ওয়াহিদুজ্জামান মৃধা
২০১৯ প্যারিস।
বিষয়: বিবিধ
৮৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন