ভারতের চন্দ্রযান এবং নেতিয়ে পড়া যুদ্ধবিমান
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১০:০৬ দুপুর
ভারতের চন্দ্রযান "বিক্রম" এবং যুদ্ধ বিমান পাইলট "অভিনন্দন বর্তমান"-এর মাঝে ঐতিহাসিক সাদৃশ্য কী?
সাদৃশ্য হল, দু'টোই বাগাড়ম্বর দেখাতে গিয়ে অতি উতসাহে আকাশে উড়াল দিয়েছিল। অতঃপর একজন পাকিস্তানী আর্মির ডলা খেয়ে, অন্যটি ন্যাচারাল ফোর্সের ঠ্যালা খেয়ে সময়ের আগে নেতিয়ে পড়েছে।
আরেকটি মিল হল, দু'টোকেই ভারত সরকার নিজেদের ঐতিহাসিক বিজয় বলে আখ্যা দিয়েছে।
এবার আপনি দাঁত কেলিয়ে হাসবেন, অথবা চোখের জলে ভাসবেন কিনা- সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
বিষয়: বিবিধ
৭৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন