পৃথিবী গড়ার চমৎকার গল্প
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৫১:৪০ সন্ধ্যা
বাবা খোশমেজাজে পত্রিকা পড়ছেন। তার শিশুসন্তান বারবারই তাতে বিপত্তি ঘটাচ্ছে। এক সময় বিরক্ত হলেন বাবা। এক অভিনব উপায় বের করলেন এই 'যন্ত্রণা' থেকে মুক্তিলাভের।
পত্রিকার ভেতরের একটি পাতায় পৃথিবীর মানচিত্র আঁকা আছে। সেটা ছিঁড়ে টুকরো টুকরো করে চারদিকে ছড়িয়ে দিলেন।
সন্তানকে বললেন, "এগুলো একত্রিত করে মানচিত্রটি যথাযথভাবে সাজিয়ে আনো। এর আগে আমার কাছে আসবে না।"
নিশ্চিন্ত হলেন পিতা। ভাবলেন, বাঁচা গেল। দীর্ঘ সময় এখন বিরতি ছাড়াই পত্রিকা পড়া যাবে।
বিঁধিবাম! পনেরো মিনিটও যায়নি, সন্তান এসে হাজির। কিভাবে যেন সে ওই মানচিত্রটি জোড়া লাগিয়ে ফেলেছে।
বাবা জিজ্ঞেস করলেন, নিশ্চয়ই তোমাকে তোমার আম্মু শিখিয়ে দিয়েছে এটি, তাই না?
সন্তান সরলভাবে উত্তর দেয়, না বাবা, এ কাগজটির পিছন দিকে একটি মানুষের ছবি ছিল। আমি মানুষটিকে তৈরি করেছি, সেজন্য পৃথিবীটাও তৈরি হয়ে গেছে। বাবা তখন নির্বাক।
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন পত্রিকা কি একজন লোকের ছবি পুরো পাতা জুড়ে ছাপবে ?
মন্তব্য করতে লগইন করুন