ওমরানের কান্নাহীন চোখের প্রশ্ন

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২২ আগস্ট, ২০১৬, ০৩:০৭:০৯ রাত



নির্লিপ্ত বসে থাকা, ক্ষোভ আর ঘৃণা মিশ্রিত নির্বাক চাহনি,

মাথা থেকে শরীর বেয়ে বইছে রক্তস্রোত, ধুলোমাখা ধূসর শরীর,

ভীরু কিংবা ভীত নও তুমি, তোমার অবয়ব দিব্যি বলে দিচ্ছে তা ।

.

ক্ষমতার মোহাগ্নি সৃষ্ট প্রলয়, মানবতার ক্ষত মস্তিষ্কে নষ্ট রাজনীতি,

পাশবিকতার উম্নাদনা দর্শিত চোখ তোমার হতচকিত ।

.

পৃথিবীর সমস্ত তন্ত্রের লিখিত-অলিখিত নীতিমালার পাহাড়

ডুবে গেছে আরব কিংবা ভূমধ্যসাগরে , যেটুকু বাকী ছিল

তাও গহীন অরণ্যের হিংস্রের দখলে।

.

বোমার আঘাতে সভ্যতার ধ্বংসস্তুপে কেনই বা তুমি বেঁচে গেলে ?

যেখানে প্রতিদিনই তো মরছে তোমার মতো অসংখ্য ‘ওমরান’ কিংবা ‘আয়লান’ ।

আপন পরিচয়ে বেঁচে থাকার মোহে প্রতিদিন গাজায় মরছে

তোমার অসংখ্য খেলার সাথীরা । পাথর পায়ে লাশের উপর হেঁটে যাচ্ছে

কিংবা দেখছে পাথর হ্রদয়ে বিশ্ববিবেক । অথচ কি নির্বিকার তারা !

শুধুই প্রদর্শনীর ব্যস্ততা ।

.

কেউ জানেনা । তোমার নির্লিপ্ত বসে থাকা আর কান্নাহীন চোখের প্রশ্ন--

বিদ্বেষ বিভাজন ক্ষমতার মোহাগ্নি সৃষ্ট প্রলয় আর কত দীর্ঘ হবে???

আর জানলেও উত্তর অজানা ।

২১।০৮।২০১৬

বিষয়: বিবিধ

১৬২২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376614
২২ আগস্ট ২০১৬ সকাল ০৮:২৬
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ছবি টার দিকে তাকাতে পারি না একদম! মনে হয় এখনি ছুটে গিয়ে বাচ্চাটাকে জড়িয়ে ধরি!! ও আল্লাহ্‌ ! তুমি ওদের সহায় হও আল্লাহ্‌! আমাদের কে আমাদের অক্ষমতার জন্যে ক্ষমা করে দিও! আর যালিমদের কে তাদের যুলুম অনুসারে ন্যায়বিচার দিও!! আমিন
২২ আগস্ট ২০১৬ সকাল ১১:২২
312241
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমাদের সত্যি কি ক্ষমা করা উচিৎ?
376615
২২ আগস্ট ২০১৬ সকাল ০৮:৪৭
হতভাগা লিখেছেন : এরকম ছবি দিন কয়েক বাদে সিরিয়াল বাই আসবে আর আমরা আহা উহু করবো
376628
২২ আগস্ট ২০১৬ সকাল ১১:২৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : তারপরও এদেশের কিছু লোক ইরান প্রেমে অন্ধ। ইরান-হিজবুল্লাহ,রাশিয়া-আসাদ জোট গত চার বছর এভাবেই সিরিয়ার মানুষগুলোকে হত্যা করে চলেছে অথচ কিছু লোক আজো ইরানকে ইসলামের কাণ্ডারি, হেজবুল্লাহকে ইসলাম এর পতাকাবাহী কতভাবে ভুষিত করেন। নিছক মায়াকান্না দেখিয়ে লাভ কি? আসল সত্য ও দায় দায়িত্ব নিয়ে কথা বলুন।
376634
২২ আগস্ট ২০১৬ দুপুর ১২:৩২
কুয়েত থেকে লিখেছেন : ভীরু কিংবা ভীত নও তুমি, তোমার অবয়ব দিব্যি বলে দিচ্ছে তা । অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো جزاك الله خيرا وشكرا لك
376638
২২ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৩২
আসমানি লিখেছেন : বোমার আঘাতে সভ্যতার ধ্বংসস্তুপে কেনই বা তুমি বেঁচে গেলে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File