এক গুচ্ছ কবিতা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৭ অক্টোবর, ২০১৬, ০১:৪৩:১০ রাত

(খাদিজা আক্তার নার্গিসের উপর ছাত্রলীগ নেতার সন্ত্রাসী হামলার প্রতিবাদে)



সাবাস ছাত্রলীগ

কেমনে বলি মানুষ তোকে আবার তোরা ছাত্রলীগ

খুনের নেশায় মত্ত তোরা ছুটছো দেশের দিগবিদিগ।

তোদের দেখে হিংস্র পশু বন্য

ভাবছে তারা সৃষ্টি কিসের জন্য।

তোদের হিংস্রতায় স্তব্ধ জাতি সাবাস ছাত্রলীগ ।

------------



একি কথা বললে হাসান মাহমুদ

মদ্যপানে মাতাল হয়ে

গাঞ্জা খেয়ে বুদ ।

একি কথা বললে তুমি

হাসান মাহমুদ !

.

গারদের পাগলগুলো

কেমনে পালায় ?

গারদ ফেরত পাগলগুলো

দেশ চালায়।

.

ক্ষমতা এখন ভদ্র বেশি

পাগলের হাতে,

খুনীরা তাই সখ্য গড়ে

তাদের সাথে ।

----------------



তুমি খুনিদের উপদেষ্টা

জানি তুমি মিটাতে চাও খুনিদের রক্ত পিয়াসী তেষ্টা

কেমনে বলি ছাত্রনেতা তুমি, তুমি খুনিদের উপদেষ্টা।

ছাত্র রাজনীতির কলঙ্ক আর কত বইবে এই জাতি

ক্ষমতা আর পদ পেলে মশা মাছি হয়ে যায় হাতী ।

দিবা সূর্য ঢাকতে চায় তোমার মিথ্যা কথার ঝুড়ি?

মিথ্যা দিয়ে সত্য ঢাকলে নিক্ষিপ্ত হবে আস্তা খুঁড়ি।

সত্য স্বীকারে কেহ হয় না ছোট, হয় মহৎ মহান

স্বীকার করো হিংস্রতা বিস্তারে তোমার অবদান।

------------



নেতা তোমার কত মানবিক

যাদের জন্য চোর তুমি আজ

তারা তোমায় বলছে চোর

এমন কথায় তোমার মত

আমার দিলেও ব্যথার সুর ।

.

বিরুধীদের উপর হামলা খুনে

উপাধি তোমার জাতীয় বীর।

তোমার ঘাড়ে ভর করে তারা

উঁচু রাখে তাদের শির ।

.

তাদের স্বার্থে তোমায় বানায়

নৃশংস আর অমানবিক

সার খেয়ে আঁটি ফেলে দেয়

নেতা তোমার কত মানবিক।

.

নৃশংস ,পাশবিক আর খুনী

বানাল তোমায় যারা

সিদ্ধি লাভে তোমার বিচার

চেয়ে রাজপথে আবার তারা।

-------------



নারীবাদী আপুরা

সাজো গুজো, গুজো করে নারীবাদী আপুরা

মনে হয় অভিসারে গেছে তারা মথুরা ।

খুশীতে ছবি তুলে পোষ্ট করে ফেইছ বুকে

মৃতপ্রায় খাদিজার সংশয় চোখে মুখে ।

ছবি দেখে মনে হয় আপুরা খুশীতে মত্ত

তনু মিতু রিসু কত গেল খাদিজারা যত্ত ।

নারীবাদী রাজনীতি দেখুক পুরো জাতি

কুলুপ মুখে আপুরা নাকি বদরুলের জ্ঞাতি ।

----------------

বিষয়: বিবিধ

১৩৫৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378396
০৭ অক্টোবর ২০১৬ রাত ০৪:৫৯
আকবার১ লিখেছেন :

চমৎকার কবিতা।
378413
০৭ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
কালো পাগড়ী লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ, অনেক ধন্যবাদ
378449
০৮ অক্টোবর ২০১৬ দুপুর ১২:২৯
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগের মিডল ক্লাস মহিলা নেত্রী /কর্মীরা দেখতে বেশ মারকুটে চেহারার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File