আমেরিকানরা নয় ডাম্প

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৯ নভেম্বর, ২০১৬, ১০:০৮:২৯ রাত



দুঃখ করে লাভ কি আর

হেরে গেছেন হিলারি

চাপা কান্না বইবেন কত

বিম্পি নেত্রী বিলারি।

.

খুশীর ঝলক বুবুর চোখে

বিজয়ী দেখে ট্রাম্প

জামাত বলে মন্দের ভাল

কি আর করে ডাম্প।

.

হুজুগের বাঙালীরা আপন

ভুলে মাথা ঘামায়

হিলারির দালাল ইউনুস

এখন যেন মাথা খামায়।

.

স্বদেশ প্রেমে জাগছে মানুষ

পুরো দুনিয়া জুড়ে

দেশের স্বার্থ বিকিয়ে বুবু

যাবার বাকী আস্তা খুঁড়ে।

.

স্বদেশ প্রেমের মূল্য কত

দেখিয়ে দিলেন ট্রাম্প

দুনিয়াবাসি যতই বলুক

আমেরিকানরা নয় ডাম্প।

09.11.2016

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File