বিজয় দিবসের ছড়া/কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৯ নভেম্বর, ২০১৬, ০৮:১৭:৪৬ রাত
১.
হেমন্তের মৃদু-শীতে ইদানীং সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে, ডিসেম্বরকে সামনে রেখে ইদানীং সাহিত্য চর্চা কেন্দ্র আয়োজন করেছে "মহান বিজয় দিবস-২০১৬"এর উপর ছড়া/কবিতা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা সরার জন্য উন্মুক্ত (ইদানীং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ব্যতীত)। সেরা পাঁচজন ছড়া/কবিতা লেখককে অনুষ্ঠঅনের মাধ্যমে দেয়া হবে ইদানীং-এর সৌজন্যে আকর্ষণীয় গিফট/উপহার এবং প্রথম তিনটি (সেরা) লিখা ছাপানো হবে সাহিত্য পত্রিকা ইদানীং-এর বিজয় দিবস সংখ্যায়! সুতরাং আর দেরি কেন? বিজয় দিবসের উপর আপনার সেরা ছড়া বা কবিতাটি (অনুর্ধ্ব ২০ লাইন) পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।
লিখা পাঠাতে হবে ১৮ই নভেম্বর'১৬ এর মধ্যে। ফলাফল ঘোষণা করা হবে নভেম্বরের শেষ সপ্তাহে। ইনশাআল্লাহ।
২.
ইদানীংএর বিজয় দিবস সংখ্যায় আপনার সেরা লেখাটিও পাঠিয়ে দিতে ভুলবেন না। শীঘ্রই প্রকাশিত হচ্ছে চোখ রাখুন...বিডি টুডে ব্লগে...
লিখা পাঠানোর ঠিকানা:
E-mail:
monthlyedaning2015@gmail.com
alamgiremon8@gmail.com
ইদানীং : শুদ্ধ সাহিত্য চর্চার আঙ্গিনা
বিষয়: বিবিধ
১৬৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন