হ্যাপী বার্থ ডে টু ইউ........
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৮ অক্টোবর, ২০১৭, ০৬:২৪:২৬ সন্ধ্যা
১.
একেকটি জন্মদিবস মানে
মৃত্যুদিবসকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয়া।
ক'জনে নেয় প্রস্তুতি কে জানে ?
২.
সচরাচর জন্মদিবস পালন
এটা কী সভ্যতার কোন অনুশাসন?
তবে গড্ডালিকা প্রবাহে জলাঞ্জলি দেয়ার
কী হেতু ? কী ই বা কারণ?
৩.
জন্মদিবসের শুভেচ্ছা, ভাললাগা-ভালবাসায়
খুশীর ফোয়ারা বয়ে হৃদমনে।
কানায় কানায় এত ভালবাসা, শুভকামনার
সার্থকতা আসবে তখন
যখন আপনার তরে ভাববে সবাই, কাঁদবে ভুবন।
(সবাইকে ধন্যবাদ, যারা জন্মদিবসে শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া করেছেন)
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভেচ্ছা নিরন্তর প্রিয় প্রবাসী বন্ধু-ভাই।
কেমন আছেন জানতে চাই।
সেলিব্রেটি হইতে পারি নাই হয়তো!
তবে ভালই হইছে, এটা আমার সাথে যায়না।
অগ্রীম শুভেচ্ছা জন্মদিনের.......
মন্তব্য করতে লগইন করুন