তোলপাড়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ অক্টোবর, ২০১৭, ০৬:৪১:১৭ সন্ধ্যা



ফুল, পাখী, পাতা দেখি, দেখি চারপাশ

ফুটপাথ, জ্যাম দেখি, দেখি ছাইপাশ

কতকিছু দেখি রোজ হিসেবকি আছে আর

তোমাকে দেখলেই হৃদয় তোলপাড়।

কতকি ভাবি রোজ আবোলতাবোল

ভাজি দিয়ে রুটি নাকি মাংসের ঝোল

খিল দিয়ে ভাবি রোজ ভাববনা আর

তোমাকে ভাবলেই হৃদয় তোলপাড়।

রিংটোন সেট করা ডাকে কোলা ব্যঙ

কল আসে ডেকে ওঠে ঘ্যাং ঘ্যাং ঘ্যাং

কতকে রিং করে হ্যালো বলে আর

তুমি ভেবে মাঝেমাঝে হৃদয় তোলপাড়।

কতকে আসে রোজ চলে যায় ফের

কতকিছু ভালোলাগে পাইনাতো টের

সানাই এর সুর তুলে চলে গেলে আর

সেই আমার শেষবার হৃদয় তোলপাড়।

বিষয়: বিবিধ

৬৯০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384343
৩০ অক্টোবর ২০১৭ সন্ধ্যা ০৬:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ারে নিয়া লিখা। নিপা,দিপা?
৩০ অক্টোবর ২০১৭ রাত ০৮:৩১
317034
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File