মোমবাতি
লিখেছেন লিখেছেন ওবাইদুল্লাহ ওবাইদ ২৮ অক্টোবর, ২০১৭, ০৭:২২:২১ সন্ধ্যা
জীবনের মোমবাতি
প্রতিদিন জ্বলছে,
বাতির ওই দেহটা
ক্রমেই তো গলছে।
বাঁচার লয়ে কতক
মলম যে মলছে,
কভু কি মলম তার
স্বল্পও ফলছে?
দুনিয়াটা ক্ষণিকের
প্রত্যাদেশ বলছে,
যারা আজ মানেনি
তরাই তো তলছে।
ও ভাই মেনে নে
আলেম যা বলছে,
বাম-রামের কথাতে
ইমান যে টলছে।।
ফেসবুকেও আমাকে অনুসরণ করুন
বিষয়: বিবিধ
৬৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন