চক্ষু,রেটিনা তে DNA যে ভাবে কাজ করে –২৬(৬)
লিখেছেন লিখেছেন আঃ হাকিম চাকলাদার ২৯ অক্টোবর, ২০১৭, ০১:০৫:০৪ রাত
চক্ষু,রেটিনা তে DNA যে ভাবে কাজ করে –২৬(৬)
চিত্র-১
Source of figure- http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1967/
বিজ্ঞানীদের চিত্র বাম হতে ডানে-
১)Ragnar Granit
জন্ম: ৩০ অক্টোবর ১৯00, হেলসিংকি, ফিনল্যান্ড।
মৃত্যু: ১২ই মার্চ১৯৯১, স্টকহোম, সুইডেন।
পুরস্কার প্রাপ্তির সময় যেখানে কর্ম রত ছিলেন: Karolinska Institutet, স্টকহোম, সুইডেন।
২) Haldan Keffer Hartline
জন্ম: ২২ডিসেম্বর ১৯০৩ , Bloomsburg, PA, USA
মৃত্যু: ১৭ইমার্চ ১৯৮৩, Fallston, MD, USA
পুরস্কার প্রাপ্তির সময় যেখানে কর্ম রত ছিলেন: Rockefeller University, New York, NY, USA
৩) George Wald
জন্ম:: ১৮ই নভেম্বর ১৯০৬, New York, NY, USA
মৃত্যু: ১২ইএপ্রিল ১৯৯৭, Cambridge, MA, USA
পুরস্কার প্রাপ্তির সময় যেখানে কর্ম রত ছিলেন: Harvard University, Cambridge, MA, USA
উপরোক্ত ৩ জন বিজ্ঞানী রেটিনার ফিজিওলজিক্যাল এবং কেমিক্যাল এর উপর কাজ করিয়া মেডিসিন অথবা ফিজিওলজীতে ১৯৬৭ সনে নোবেল বিজয়ী হন।(১)
আপনারা ২১ পর্ব হতে জেনে আসছেন চক্ষু কীভাবে কাজ করে।২৪ ও ২৫ পর্বে দেখেছেন চক্ষু রেটিনা কী ভাবে কাজ করে।
কী করে এই “রড” ও “কোন” কোষ?
একেবারে সোজা সাপ্টা উত্তর । আর তা হল এই বিশেষ RECEPTOR কোষগুলী, রেটিনার উপর পতিত আলোক রশ্মীকে সরাসরি বৈদ্যুতিক প্রবাহে রুপান্তরিত করিয়া, সেখানে VISUAL CORTEX হতে প্রেরিত বিশেষ স্নায়ু OPTIC স্নায়ু তারের মধ্যদিয়ে VISUAL CENTER-1 (দৃষ্টি কেন্দ্র-১) কে পাঠিয়ে দেয়।চিত্র-৩
VISUAL CENTER-1 (দৃষ্টি কেন্দ্র-১) প্রবাহটিকে VISUAL CORTEX (SECONDARY)- (২য় দৃষ্টি কেন্দ্র) তে পাঠিয়ে দেয়।
তখন VISUAL CORTEX (SECONDARY)- (২য় দৃষ্টি কেন্দ্র) এই বিদ্যুৎ প্রবাহ টিকে বিশ্লেষন করে বস্তুটির আকৃতি, অবস্থান ও গতি বিধি নিরুপন করে ফেলে।
কেবল মাত্র তখনি আমরা বস্তুটিকে দেখতে ও এর সব কিছু জানতে সক্ষম হই।
কী ভাবে এই রডছ ও কোন কোষ আলোক চিত্রকে বি্দ্যুৎ প্রবাহে রুপান্তরিত করে ও দৃষ্টি-কেন্দ্র ও সেই বিদ্যুৎ প্রবাহ কে পুনরায় আলোক চিত্রে রুপান্তরিত করে?
হ্যা, অবশ্যই এই রুপান্তর প্রকৃয়াটি একেবারে ম্যাজিকের মত ঘটে যায়না।এখানে এটা ঘটাতে একটা জটিল রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটানো লাগে।সেইটা যদি ঠিকমত ঘটানো সম্ভবপর হয়, তারপর আলোকরশ্মীটা বিদ্যুৎ প্রবাহে রুপান্তরিত হতে পারে ও তার পরে বিদ্যুত প্রবাহটিও মস্তিস্কে পৌছাইতে পারে ও আমরা দেখতে পাই।
কী রাসায়নিক প্রক্রিয়া সেখানে ঘটে? শিল্প কারখানায় মাল উৎপাদনের সময় যেমন ভাবে এক দিকে বিষাক্ত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়,ঠিক তদ্রুপ “রড” ও “কোন” কোষে আলোকরশ্মীটাকে বিদ্যুৎ প্রবাহে রুপান্তরিত করার সংগে সংগেই কোষের অভ্যন্তরে N-retinylidene-PE, নামক এক প্রকারের বিষাক্ত রাসায়নিক বর্জ পদার্থ উৎপন্ন হয়ে যায়।
এটাকে যদি সাথে সাথে নষ্ট না করে ফেলতে পারেন, তাহলে অচিরেই “রড” ও “কোন” কোষ কর্মক্ষমতা হারিয়ে ফেলবে ও চোখ অন্ধ হয়ে যাবে।
তাহলে এবার কী করবেন?
হ্যাঁ, এই বিষাক্ত বর্জ্য পদার্থটাকে সাথে সাথে নিস্ক্রিয় করে দেওয়ার জন্য ওখানেই এর ANTIDOTE এর ব্যবস্থা রাখা হয়েছে।
সেই ANTIDOTE হল ABCA4 নামক GENE। এই জ্বীনটায় অনবরত ঐ বিষাক্ত রাসায়নিক পদার্থ টাকে নিস্ক্রীয় করে দিয়ে দিয়ে আমাদের দৃষ্টিশক্তিকে সক্ষম রাখতেছে।
এই জ্বীনটা MUTATION হয়ে গেলে যে রোগটা হয়ে চক্ষু অন্ধ হয়ে যায় তার নাম
Stargardt macular degeneration.
এধরনের এপর্যন্ত ৫০০ মিউটেশন কেছ পাওয়া গেছে।
(২) চিত্র-২
নীচে ABCA4 জ্বীনটার অবস্থান দেওয়া হল-
এটা ক্রোমোজোম নং-১ এর P বাহুর ২২ অবস্থানে base pairs 93,992,836 to 94,121,148
অবস্থানে অবসথিত।
চিত্র-২
Source of figure- http://ghr.nlm.nih.gov/gene/ABCA4
এই বর্জ পদার্থটা ছাড়াও আরো বর্জ পদার্থ রয়েছে, এবং তার জন্য ও ভিন্ন ভিন্ন জ্বীন অনবরত কাজ করে চলেছে।
নীচে ELOVL4 gene নামে আরো একটি জ্বীন দেখানো হলো।এই জ্বীনটার কাজ ভিন্ন ধরনের।
এটা কোষের অভ্যন্তরে ছোট ছোট FATTY ACID কে কার্বন অনু দ্বারা সংযুক্ত করে করে লম্বা FATTY ACID তৈরী করে দেয়।
কিন্ত এই বৃহৎ FATTY ACID চক্ষু কোষে কী কাজে আসে তা এখনো অজানা রয়েছে।
তবে এই জ্বীনটার MUTATION এর কারনেও চোখের দৃষ্টির ক্ষতি হতে দেখা গিয়েছে।(৩)চিত্র-৩
ELOVL4 gene এর অবস্থান, ক্রোমোজোম নং-৬ q বাহুর ১৪ অবস্থানে.
: base pairs 79,914,811 to 79,947,597
চিত্র-৩
Source of figure-http://ghr.nlm.nih.gov/gene/ELOVL4
Source of figure – http://thebrain.mcgill.ca/flash/d/d_02/d_02_cr/d_02_cr_vis/d_02_cr_vis.html
চিত্র-৪ VISUAL CENTER
চলবে-
পূর্ববর্তী পর্ব সমূহ দেখতে নীচের SITE এ যান-
https://chkdr02.wordpress.com/
Updated-5/14/2017
২৬ তম পর্বের রেফারেন্স সমূহ-
১) http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1967/
২) http://ghr.nlm.nih.gov/gene/ABCA4
৩) http://ghr.nlm.nih.gov/gene/ELOVL4
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন