মিডিয়া সন্ত্রাসে আক্রান্ত ইসলাম
লিখেছেন লিখেছেন ওবাইদুল্লাহ ওবাইদ ২৬ জুন, ২০১৪, ১০:৩৬:২২ রাত
আমেরিকার ওয়াশিংটনে কোন এক পার্কে একটি শিশু খেলা করছে। আশপাশের কোন খেয়াল নেই তার। শিশুটি, নিজের মতো করেই খেলা করছে। কিন্তু বিপত্তি ঘটে যখন সে পাগলা কুকুরের পাল্লায় পড়ে। কোত্থেকে কে জানে; একটা পাগলা কুকুর শিশুটির সামনে এসে ঘেউ ঘেউ করতে লাগলো। যেন কামড়িয়েই ছাড়বে শিশুটিকে। শিশুটি অনন্যোপায় হয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। শিশুটির এ পরিস্থিতি দেখে এক যুবক এগিয়ে আসলো। এবং কুকুরটির সাথে মরণযুদ্ধে লিপ্ত হয়ে গেলো। কুকুরটা অনেক গুলো কামড় বসিয়ে দিলো যুবকের গায়। তবুও সে নাছোড় বান্দা। অবশেষে কুকুরটার মৃত্যু হলো। ঘটনাটি দেখে এক আমেরিকানি সাংবাদিক যুবকটিকে বললো, "বলুন আপনার নাম কী? কাল পত্রিকায় লাল কালিতে শিরোনাম করা হবে, 'নিজের জীবনবাজি রেখে শিশুর প্রাণ রক্ষা করলো ওয়াশিংটনের এক যুবক"। তখন যুবকটি বললো, 'সরি! আমার বাড়ি ওয়াশিংটন নয়।' তখন সাংবাদিক বললো, তাহলে আপনি নিশ্চ'ই আমেরিকানি? ঠিক আছে, কালকে বড় কলমে নিউজ করা হবে, "নিজের জীবন বাজি রেখে শিশুর প্রাণ রক্ষা করলো আমেরিকানি এক যুবক"। তখন যুবকটি বললো, আমি আমেরিকানিও নই। আমার বাড়ি আফগানিস্তান। তখন সাংবাদিক আর কিছু না বলে যুবকের ও কুকুর একটি করে ফটো তুলে চলে গেল। পরদিন বড় কলমে পত্রিকার নিউজ, "কাল ওয়াশিংটনে আফগানি এক জঙ্গীর হাতে অসহায় অসহায় কুকুর নিহত! তাদের কাছে কুকুরও নিরাপদ নয়"।
কী বুঝলেন? ঘটনা কাল্পনীক হলেও বর্তমানের সাথে একটু মিলিয়ে দেখুন। পত্রিকার ফটো সহ সংবাদটা কিন্তু সত্য। এবং এক আফগানির হাতে যে কুকুরটি নিহত হয়েছে তাও সত্য। কিন্তু সংবাদ বর্ণানায় যেভাবে সত্যকে চাপা দেয়া হয়েছে তা আমাদের কী বুঝার কোন কুদরত আছে? আমরা তো এমন নিউজ পেলে সরলমনা আলেম ও মুসলমানদের চৌদ্দ গোষ্ঠিকে ঈদ মোবারক জানাতে শুরু করি। খবরের শিরোনাম দেখলেই আমরা এর বিশ্লেষক সাজি! আজকে আমাদের বিশ্বাস-ঈমান পশ্চিমাদের অনুসারি মিডিয়া কিনে নিয়েছে। তাই আমরা এর বাহিরে অন্য কিছু কল্পনাও করতে পারি না।
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বছরের পর বছর ধরে মুসলিম এর ঈমান ও আকিদা এভাবেই দজ্জাল ছিনিয়ে নিচ্ছে এবং নিবে।
মন্তব্য করতে লগইন করুন