পরিচয় দিতে লজ্জা পাই!
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৭ অক্টোবর, ২০১৭, ০৮:০১:২৭ রাত
ভাবতে অবাক লাগে! পরিচয় দিতে লজ্জা পাই!
আমি সেই সে প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছিলাম একদা।
যে প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদা সর্বত্রই ছিল,
কী স্বদেশ! কী আন্তর্জাতিক পরিমন্ডলে।
সুশিক্ষার সুষ্ঠু, সুন্দর পরিবেশ ছিল, ঈর্ষণীয় ফলাফল ছিল
ছাত্র-শিক্ষকদের মধ্যে সুন্দর সদ্ভাব ছিল
শ্রেষ্ঠত্বের অহংকারে অলংকৃত ছিল,
ছিল সত্য ও ন্যায়ের পথে চলার একদল শিক্ষার্থী।
সময়ের ব্যবধানে, কারো রক্তচক্ষুর কোপানলে
আজ নষ্টদের, ভ্রষ্টদের অধিকারে।
অবরুদ্ধ পরিবেশ, ভীতিকর পরিস্থিতি
মার মার, কাট কাট, ধর ধর-সবসময়ই উত্তেজনাপূর্ণ
দেশীয় অস্ত্রে সুসজ্জিত কীটরা
আইন-শৃংখলা রক্ষা কর্তারা হুকুমের গোলাম
উপরের নির্দেশ ছাড়া ঝুঁকির প্রশ্নই উঠে না!
-----
একদল অপর দলকে বিনাশ সাধন করতে পারলেই
মনে হয় সমাধান, কিন্তু না!
বিরোধী মতের কাউকে সহ্য করা হয় না।
আদম সন্তানের খুনোখুনি দেখে শয়তানও পাছে লাজে মরে!
চক্ষুষ্মানরা যেন চক্ষুহীন, বিবেকবানরা বিবেকহীন
মানবতাবোধ, সাম্য-স্বাধীনতা, সুবচন ফাঁকা বুলি।
কোথায় গেল তোমার এত ঐতিহ্য?
জ্ঞান, কর্ম আর সৃজনের অহংবোধ?
এভাবেই কী চলবে আমার প্রাণের শিক্ষাঙ্গন?
সেই প্রতিষ্ঠানের পরিচয় দিতে লজ্জিত হই
অবাক লাগে সেখানকার শিক্ষার্থী ছিলাম আমিও একদা!
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন