এসো ইসলামি জ্ঞান অর্জন করি (১)
লিখেছেন লিখেছেন জহুরুল ১৭ অক্টোবর, ২০১৭, ০৯:০৮:৪২ রাত
১) তিনি (আল্লাহ) ব্যাতিত কোন মাবুদ নাই’ উক্তটি কারা সাক্ষ্য দেয়?
উ : ফেরেশতাগন ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আলেমগন।
২) আলেমদের দরজা (পদমর্যাদা) মোমেনদের দরজার চেয়ে কতগুন বেশি?
উ : ৭০০ গুন বেশি।
৩) আলেমদের দরজা (পদমর্যাদা) মোমেনদের দরজার চেয়ে দুরুত্ব কত বছরের?
উ : ৫০০ বছরের পথ।
৪) বান্দাদের ভিতর কারা সবচেয়ে বেশি ভয় করে?
উ : আলেমগন
৫) আলেমগন কাদের ওয়ারিশ?
উ : নবীদের।
৬) দুনিয়া হতে কি অধিকতর উত্তম ও স্থায়ী?
উ : আখিরাত।
৭) মোনাফেকের ভিতর দুটি স্বভাবের সমন্বয় হয় না স্বভাব দুটি কি কি?
উ : উত্তম হেদায়েত ও ফেকার জ্ঞান
৮) ফকীহর সর্বনিম্ন জ্ঞান কি ?
উ : দুনিয়া হতে আখিরাত উত্তম ।
৯) কারা নবুয়তের পদমর্যাদার অধিক নিকটবর্তী ?
উ : আলেম ও গাজীগন।
১০) কাদের কালি শহীদগনের রক্তের বিনিময়ে ওজন করা হবে?
উ : আলেমগনের।
১১) কয়টি হাদিস মুখস্ত রাখলে ও তাদেরকে পৌছিয়ে দিলে নবিজী শাফায়াতকারী ও সাক্ষী থাকবে?
উ : ৪০ টি হাদিস।
১২) ধন দৌলত হতে কি উত্তম ?
উ : বিদ্যা
১৩) সোলায়মান আ: এর পিতার নাম কি ?
উ : দাউদ আ:।
১৪) কাদের মজলিসে উপস্থিত থাকা এক হাজার রাকাত নামাজ ও হাজার রোগীর সাথে সাক্ষাৎ হাজার জানাযাতে উপস্থিত থাকার চেয়ে উত্তম ?
উ : আলেমদের ।
১৫) এলেম বাদে ফতুয়া দেয় কারা ?
উ : মুর্খরা ।
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন