Number (বচন)
লিখেছেন লিখেছেন জহুরুল ২৩ জুলাই, ২০১৭, ১২:৫৮:৩৪ দুপুর
Noun বা Pronoun এর রুপ দ্বারা কোন ব্যাক্তি বস্তু বা প্রানীর যে সংখ্যা বোঝানো হয় তাকে Number বলে।
Number দুই প্রকার।যথা:
১)Singular Number (একবচন)
২)Plural Number (বহুবচন)
Singular Number : যে Noun বা Pronoun দ্বারা একটি মাত্র সংখ্যা বোঝায় তাকে Singular Number বলে।
Plural Number : যে Noun বা Pronoun দ্বারা একের বেশি সংখ্যা বোঝায় তাকে Plural Number বলে।
[N.B : বেশিরভাগ সমই সাধারনত, শব্দের (N/P/ word) শেষে s বা es যোগ করে Plural Number করতে হয়।
Word এর শেষে ch,o,s,ss,sh,x,z থাকলে es যোগ কর Plural Number করতে হয়।
EXAMPLE
কিছু Noun এর singula ও plural নিম্নে দেওয়া হল :
Singular Plural
Boy বালক Boys বালকেরা
One boy একটি বালক Tow boys দুইটি বালক
Bus বাস Buses বাসগুলো
Fox শৃগাল Foxe শৃগালগুলো
Fez টুপি Fezes টুপিগুলো
Bench বেঞ্চ Benches বেঞ্চগুলো
Dish থালা Dishes থালাগুলো
[N.B: Cannon,Dozen,Deer,Sheep এ শব্দগুলোর শেষে s/es যোগ হয় না]
Pronoun হিসাবে বেশিরভাগই যে শব্দগুলো ব্যাবহার করা হয় তাদের singula ও plural নিম্নে দেওয়া হল:
Singular Plural
I আমি We আমরা
Me আমাকে Us আমাদিগকে
My আমার Our আমাদের
Mine আমার Ours আমাদের
Your তোমার Yours তোমাদের
He/She/It সে(পুং) সে(স্ত্রী) ইহা They তারা
Him/Her/It তাকে/তাকে/ইহা Them তাদের
His/Her/Its তার/তার/ইহার Their তাদের
His/Hers/Its তার/তার/ইহার Theirs তাদের
This এই These এগুলো
That ঐ Those ঐগুলো
আলোচনা : এ সম্পর্কে বেশি জ্ঞানার্জনের জন্য অন্য বই এর Number অংশটি দেখুন। আমার উদ্দেশ্যে শুধুমাত্র ধারনা দেওয়া।
সর্তকতা: অব্যশই Pronoun এর singular ও plural গুলো ভালমত মুখস্ত করতে হবে।
Formation of Word (শব্দের গঠন)
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন