Person (পুরুষ)

লিখেছেন লিখেছেন জহুরুল ২০ জুলাই, ২০১৭, ০৫:৪০:১৬ সকাল

বাক্যে (sentence) verb এর বিভিন্ন রুপকে person বলে। Person ৩ প্রকার। যথা :

১) First person

২) Second person

৩) Third person

First(1st) person (উত্তম পুরুষ) : বক্তা যখন নিজের সম্পর্কে কিছু বলে বা করে তাকে 1st person বলে। যেমন :

I আমি, me আমাকে, we আমরা, us আমাদিগকে, my আমার, our আমাদের, mine আমার, ours আমাদের।

Second(2nd) person (মধ্যম পুরুষ) : বক্তা যার সাথে কথা বলে তাকে 2nd person বলে। যেমন :

you তুমি/তোমরা, your তোমার, your তোমাদের, yours তোমাদের।

Third(3rd) person (নাম পুরুষ) : বক্তা যখন শ্রোতার কাছে অন্য কথা বলে তাকে 3rd person বলে। যেমন :

He সে (পুং), him তাকে, his তার, she সে (স্ত্রী), her তাকে, it ইহা, its ইহার যেকোন নাম।

[N:b:আমি, আমরা, ও তুমি, তোমরা বাদে সব 3rd person অথবা 1st person ও 2nd person বাদে সব 3rd person।

Word and Syllable (শব্দ ও শব্দাংশ)

বিষয়: বিবিধ

৯০৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383595
২০ জুলাই ২০১৭ সকাল ০৮:৫২
হতভাগা লিখেছেন : Person (পুরুষ) হলে মহিলাদের জন্য সেটা Persona বা Personi হওয়া চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File