Article (নির্দেশক)
লিখেছেন লিখেছেন জহুরুল ২৩ জুলাই, ২০১৭, ০৬:৪৩:০১ সন্ধ্যা
A,an,the,কে article বলা হয়। Article দুই প্রকার।যথা:
১)Indefinite article (a,an)
২)Definite article (the)
[N,B: A,an (singular) অনির্দিষ্ট noun এর আগে বসে এবং The (singular ও plural) উভয় নির্দিষ্ট noun এর আগে বসে]
Use of A,An
১ নং নিয়ম : Word এর প্রথমে consonant থাকলে তার পূর্বে a এবং word এর প্রথমে vowel (a,e,i,o,u) থাকলে an বসে।
যেমন: a pen,a book,an apple,an umbrella.
২ নং নিয়ম : শব্দের প্রথমে যদি e বা u থাকে এবং ইহার উচচারন যদি ইউ এর মত হয় তাহলে তার পূর্বে an না বসে a বসে।
যেমন : a uropean,a unique,a ewe.
৩ নং নিয়ম : কোন শব্দের প্রথম অক্ষর H হলে এর উচচারন পুরোপুরি না হলে তার পুর্বে an বসে।
যেমন : an honest,an hour,an heire,an honurable.
৪ নং নিয়ম : সংক্ষিপ্ত শব্দের প্রথম উচচারন যদি consonant থাকে এবং উহার প্রথম উচচারন যদি vowelএর মত হয় তাহলে an বসে।
যেমন : An M.A.,An L.L.B.। কিন্তু সংক্ষিপ্ত শব্দের প্রথম উচচারন consonant হলে তার পূর্বে a বসে।যেমন: A B.A., A B.S.E.
৫ নং নিয়ম : শব্দের প্রথমে যদি O থাকে এবং উহার উচচারন যদি ওয়ার মত হয় তাহলে an না বসে a বসে ।
যেমন: a one taka note,a one eyed.
৬ নং নিয়ম : Proper noun যদি common noun হিসেবে তুচ্ছার্থে ব্যবহৃত হয় বা যদি গুন বা তুলনা বুঝায় তাহলে a বা an ব্যবহৃত হয়।
যেমন : a Nazrul,an omar, a beauty.
৭ নং নিয়ম : অপরিচিত ব্যক্তির নাম বা পদবী এর পূর্বে a/an বসে।
যেমন: an Imran came to, a mr jaman.
[N.B: A/an বাদ দিলে বোঝায় যে লোকটি বক্তার পরিচিত]
৮ নং নিয়ম : এক জাতীয় সকলকে বুর্ঝাতে Singular common noun এর পূর্বে a/an/the বসে।
যেমন: a (the) cow is.. an(the) ant is..
৯ নং নিয়ম : প্রতি (per/each) অর্থে a/an বসে।
যেমন : He earns 5000 tk a month.Rice is sold 35 tk a kg.
১০ নং নিয়ম : Exclamatory sentence যদি what দ্বারা শুরু হয় তাহলে এর পূর্বে a/an বসে।
যেমন: What a beautiful bird it is!
১১ নং নিয়ম : সংখ্যা বাচক শব্দ যেমন Hundred, Dozen,Thousand,Million, Score etc এর পূর্বে a বসে।
যেমন: He earns a hundred tk per month.
১২ নং নিয়ম : Plural noun এর পূর্বে few,little,good,many,lot of,great many,gread deal,good deal.etc ব্যবহার হলে তার পূর্বে a বসে।
[N.B: Many এরপরে a/an বসে]
যেমন : A few days,A great many,A lot of.
Use of The
নদী,সাগর,দীপপুন্জ,জাহাদি, গিরিপুন্জ,জাতি,ধর্ম,ও ধর্মগ্রন্থ,কোট,সিনেট,ও সংবাদপত্র,দিন, তারিখ, ও মাসের নাম,আরও যত ক্ষাত ধাম,আকাশেতে যত তারা,চন্দ্র,সূর্য,গ্রহও বিশ্বধারাপৃথিবীতে সত্যয়ত ততপুর্বে The বসে সর্বশাস্ত্র বিধিত।
সর্তকতা: অবশ্যই নিয়মগুলো সব সময়ের জন্য মুখস্ত রাখতে হবে।
Number (বচন)
বিষয়: বিবিধ
১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন