Verb (ক্রিয়া)

লিখেছেন লিখেছেন জহুরুল ২৯ আগস্ট, ২০১৭, ০৪:৪২:৫৬ বিকাল

Verb: যে শব্দ দ্বারা কোন কিছু করা, হওয়া,থাকা, ইত্যাদি বোঝায় তাকে verb বলে।

Verb প্রধানত দুই প্রকার। যথা:

১)Finite Verb

২)Nonfinite Verb

[N.B: Finite Verb ছাড়া কোন বাক্য হয় না।]

Finite verb দুই প্রকার। যথা:

Principal Verb

Auxiliary Verb

১)Principal Verb: যে verb অন্য verb এর সাহায্য ছাড়া কাজ সম্পাদন করে তাকে principal verb বলে।

২)Auxiliary Verb: যে verb principal verb এর person,tense গঠনে সাহায্য করে তাকে auxiliary verb বলে।

Principal Verb দুই প্রকার। যথা:

১)Transitive Verb

২)Intransitive Verb ।

Transitive ও Intranstive উভয় দুই ধরনের। যথা:

১)Strong Verb

২)Weak Verb

[N.B : ইংরেজী ভাষায় Verb এর তিনটি Form আছে।Present Form ,Past From ,Pastpartciple From ]

নিচে Strong Verb ও Weak Verb এর উদাহরন দেওয়া হল।

Present Form (v1) Past Form(v2) Past participle Form(v3)

Know (জানা) knew known

Teach (শিক্ষা) taught taught

Go (যাওয়া) went gone

See (দেখা) saw seen

Do (করা) did done

Arise (উঠা) arose arisen

Bear (বহন করা) bear borne

Fight (যুদ্ধ করা) fought fought

Eat (খাওয়া ate eaten

Come (আসা) came come

Become (হওয়া) became become

Draw (আকা) drew drawn

Begin (শুরু করা) began begun

Drive (চালান) drove driven

Know (জানা) knew known

Sit (বসা) sat sat

Sing (গান গাওয়া) sang sung

Bet (বাজি রাখা) bet bet

Lead (পরিচালানা করা) led led

Break (ভাঙ্গা) broke broken

Chose (পছন্দ করা) chose chosen

Drink (পান করা) drank drunk

Forget (ভুলে যাওয়া) forgot forgotten

Bid (আদেশ করা) bid bid

Mistake (ভুল করা) mistook mistaken

Hide (লুকান) hid hid

Rise (উঠা) rose risen

Fall (পতিত হওযা) fall fallen

Get (পাওয়া) got gotten

Forgive (ক্ষমা করা) forgave forgiven

Fly (উড়া) flew flown

Run (দৌড়ান) ran run

Grow (জন্মানো) grew grown

Write (লেখা) wrote written

Find (খোজ করা/দেখা) found found

Take (নেওয়া/লওয়া) took taken

Speak (কথা বলা) spoke spoken

Steal (চুরি করা) stole stolen

Win (জয়লাভ করা) won won

Swim (সাতার কাটা) swam swum

Cost (খরচ) cost cost

Shut (বন্ধ করা) shut shut

Set (স্থাপন করা) set set

Cut (কাটা) cut cut

Abuse (গালি দেওয়া) abused abused

Accept (গ্রহন করা) accepted accepted

Hit (আঘাত করা) hit hit

Call (ডাকা) called called

Depend (নির্ভর করা) depended depended

Put (রাখা) put put

Believe (বিশ্বাস করা) believed believed

Catch (ধরা) caught caught

Buy (কেনা) bought bought

Build (নির্মাণ করা) built built

Hate ঘৃণা করা) hated hated

Advise (উপদেশ) advised advised

Ask (জিঞ্জসা করা) asked asked

Attack (আক্রমন করা) attacked attacked

Lie (মিথ্যা বলা) lied lied

Learn (শিক্ষা করা) learnt learnt

Dream (স্বপ্ন দেখা) dreamt dreamt

Feed (খাওয়ান) fed fed

Cheat (প্রতরনা করা) cheated cheated

Destroy (ধ্বংস করা) destroyed destroyed

Compare (তুলনা করা) compared compared

Change (পরিবর্তন করা) changed changed

Hear (শোনা) heard heard

Decide (সিন্ধান্ত নেওয়া) decided decided

Cure (রোগমুক্তি হওয়া) cured cured

Lend (ধার দেওয়া) lent lent

Lay (স্থাপন করা) laid laid

Keep (রাখা) kept kept

Pay (পরিশোধ করা) paid paid

Make (তৈরি করা) made made

Shoot (গুলি করা) shot shot

Say (বলা) said said

Lose (হারান) lost lost

Read (পড়া) read read

Sell (বিক্রি করা) sold sold

Mean (বোঝান) meant meant

Kill (হত্য করা) killed killed

Laugh (হাসা) laughed laughed

Invite (নিমন্ত্রন করা) invited invited

Like (পছন্দ করা) liked liked

Send (পাঠান) sent sent

Look (দেখা) looked looked

Marry (বিবাহ করা) married married

Throw (নিক্ষেপ করা) threw threw

Prove (প্রমাণ করা) proved proved

Open (খোলা) opened opened

Move (সরানো) moved moved

Meet (সাক্ষাত করা) met met

Play (খেলা করা) played played

Pray (পার্থনা করা) prayed prayed

Wear (পরিধান করা) wore wore

Order (আদেশ করা) ordered ordered

Protect (রক্ষা করা) proteceted protected

Ban (নিষিদ্ধ করা) banned banned

Clean (পরিষ্কার করা) cleaned cleaned

Pick (তোলা) picked picked

Think (চিন্তা করা) thinked thinked

Tell (বলা) told told

Spend (ব্যায় করা) spent spent

Wait অপেক্ষা করা) waited waited

Work (কাজ করা) worked worked

Rescue (উদ্ধার করা) rescued rescued

Teach (শিক্ষা দেওয়া) tought tought

Walk (হাটা) walked walked

Reach (পৌছান) reached reached

Express (প্রকাশ করা) expressed expressed

Auxiliary verb দুই প্রকার।যথা:

১)Primary Auxiliary verb

২)Model Auxiliary verb

Primary Auxiliary verb সমুহ নিচে দেওয়া হল।যথা:

Be verb-am,is,are,was,were,been.being

Do verb-do,does,did

Have verb-have,has,had

Model Auxiliary verb সমুহ নিচে দেওয়া হল।যথা:

will,would,shall,should,can, could,may,might,need,dare,ought to,usedto,had better,would rather

[N.B:Auxiliary verb বাদে সব Principle verb]

আলোচনা: আমার আলোচনার বিষয় হল Principle verb ও Auxiliary verb।

বিশেষ করে Principle verb ও Auxiliary verb গুলো ভালমত জানতে ও বুঝতে হবে। না জানলে, কি ভাবে ইংরেজী বাক্য গঠন করা হয় তা জানা যাবে না।

অমি শুধু ওগুলোর ধারনা দিলাম। অলোচনা বেশি হওয়ার কারনে সহজ গুলো দেওয়া হল না।

সতর্কতা: অবশ্যই verb গুলো সবসময় মুখস্ত রাখতে হবে।

Noun (বিশেষ্য)

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383889
২৯ আগস্ট ২০১৭ সন্ধ্যা ০৬:১৯
আবু নাইম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনার সাথে আমি যোগাযো করতে আগ্রহী
আপনার ই-মেইল এবং ফোন নম্বরটা আমার ই-মেইলে দিলে যোগাযোগ করত পারব।
383895
৩০ আগস্ট ২০১৭ রাত ০১:৪৬
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ
১৭ অক্টোবর ২০১৭ রাত ০৯:৫২
316955
জহুরুল লিখেছেন : পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File