Word and Syllable (শব্দ ও শব্দাংশ)

লিখেছেন লিখেছেন জহুরুল ১৯ জুলাই, ২০১৭, ০৭:০৯:৩৩ সকাল

Word (শব্দ) : এক বা একাধিক letter (বর্ণ) পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে তখন তাকে word বলা হয়।

যেমন : Pen (কলম),Hand (হাত)

-

আলোচনা: অর্থ প্রকাশ না করলে word হবে না । যেমন, geg অথচ egg (ডিম)।

-

EXAMPLE

-

Jeep (জীপগাড়ি), Hen (মুরগি) ইত্যাদি অর্থপূর্ন শব্দ।

-

[N.B: কিছু ব্যাতিক্রম শব্দ ছাড়া Vowel ছাড়া কোন শব্দ হয় না।]

-

EXERCISE

-

নিচের কোনগুলো শব্দ নির্ণয় কর:

-

Syllable : Word এর যতটুকু অংশ vowel এর সাহায্যে একবারে বা একটানে উচচারন করা হয় ততটুকু অংশকে syllable বলে।

-

Syllable চার প্রকার : যথা: ১) Mono syllable ২)Di syllable ৩)Tri syllable ৪)Poly syllable

-

Mono syllable : একটি syllable বিশিষ্ট word কে mono syllable বলে।যেমন : Pen, Hen, Book etc.

-

Di syllable : দুইটি syllable বিশিষ্ট word কে di syllable বলে।যেমন: Pen cil, Doc tor,Mas ter Lap top etc.

-

Tri syllable : তিনটি syllable বিশিষ্ট word কে tri mono syllable বলে।

-

যেমন: Ba na na,Com pu ter,Ban la desh etc.

-

Poly syllable : তিনের অধিক syllable বিশিষ্ট word কে poly syllable বলে।

-

যেমন: U ni ver sity, Co mu na ca tion,etc.

-

[N.B : Word ভাঙ্গার সময় অবশ্যই একটি vowel থাকবে।

-

আলোচনা : Syllable ভাঙ্গতে পারলে ইংরেজী word উচচারন করা সহজ হয়।

-

তাই নিখুতভাবে word উচচারনের জন্য অবশ্যই word ভাঙ্গা শিখতে হবে। প্রতিটি word ই ভেঙ্গে ভেঙ্গে উচচারন করলে শব্দটি উচচারন করা সুবিধা (যত বড়ই শব্দ হোক)হবে।

তবে ব্যতিক্রম কিছু আছে।

-

যেমন : Lieutenant (লেফটেন্যান্ট), Psyhology (সাইকোলজি)।

-

EXERCISE

-

সতর্কতা : অবশ্যেই syllable ভাঙ্গা শিখতে হবে। যদি ইংরেজী শব্দসমুহ সাবলীলভাবে উচচারন বলতে হয়। ব্যতিক্রম শব্দগুলো মুখস্ত রাখতে হবে।

-

Rules of Spelling (বানানের নিয়মাবলী)

বিষয়: বিবিধ

২৬০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383587
১৯ জুলাই ২০১৭ দুপুর ০২:৩৫
হতভাগা লিখেছেন :
যেমন: Ba na na,Com pu ter,Ban la desh etc.


0 বাংলাদেশ উচ্চারনে g বাদ দেয় নাকি?

উচ্চারণ করার সময় বিদেশীরা বাংলাদেশকে ব্যাংলাদেশ উচ্চারণ করে । রাশিয়াকে রাশা আর মালয়েশ
383588
১৯ জুলাই ২০১৭ দুপুর ০২:৩৬
হতভাগা লিখেছেন : আর এশিয়াকে এইশা বলে ।

এগুলো কি শব্দগুলোর আসল উচ্চারণ নাকি তাচ্ছিল্য করে এমনটা করে।
২০ জুলাই ২০১৭ সকাল ০৫:৩২
316627
জহুরুল লিখেছেন : তা জানি না।কারন, ইংরেজী আমাদের মাতৃভাষা নয়। আমরা যতটা পারি শুদ্ধভাষায় কথা বলতে চাই।বাট ওদের মাতৃভাষা হওয়ার কারনে ওই রকম করে বলতে পারে। যেমন চীনাদের বাংলা ভাষা কথা বলতে শুনলে ভালই লাগে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File