Word and Syllable (শব্দ ও শব্দাংশ)
লিখেছেন লিখেছেন জহুরুল ১৯ জুলাই, ২০১৭, ০৭:০৯:৩৩ সকাল
Word (শব্দ) : এক বা একাধিক letter (বর্ণ) পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে তখন তাকে word বলা হয়।
যেমন : Pen (কলম),Hand (হাত)
-
আলোচনা: অর্থ প্রকাশ না করলে word হবে না । যেমন, geg অথচ egg (ডিম)।
-
EXAMPLE
-
Jeep (জীপগাড়ি), Hen (মুরগি) ইত্যাদি অর্থপূর্ন শব্দ।
-
[N.B: কিছু ব্যাতিক্রম শব্দ ছাড়া Vowel ছাড়া কোন শব্দ হয় না।]
-
EXERCISE
-
নিচের কোনগুলো শব্দ নির্ণয় কর:
-
Syllable : Word এর যতটুকু অংশ vowel এর সাহায্যে একবারে বা একটানে উচচারন করা হয় ততটুকু অংশকে syllable বলে।
-
Syllable চার প্রকার : যথা: ১) Mono syllable ২)Di syllable ৩)Tri syllable ৪)Poly syllable
-
Mono syllable : একটি syllable বিশিষ্ট word কে mono syllable বলে।যেমন : Pen, Hen, Book etc.
-
Di syllable : দুইটি syllable বিশিষ্ট word কে di syllable বলে।যেমন: Pen cil, Doc tor,Mas ter Lap top etc.
-
Tri syllable : তিনটি syllable বিশিষ্ট word কে tri mono syllable বলে।
-
যেমন: Ba na na,Com pu ter,Ban la desh etc.
-
Poly syllable : তিনের অধিক syllable বিশিষ্ট word কে poly syllable বলে।
-
যেমন: U ni ver sity, Co mu na ca tion,etc.
-
[N.B : Word ভাঙ্গার সময় অবশ্যই একটি vowel থাকবে।
-
আলোচনা : Syllable ভাঙ্গতে পারলে ইংরেজী word উচচারন করা সহজ হয়।
-
তাই নিখুতভাবে word উচচারনের জন্য অবশ্যই word ভাঙ্গা শিখতে হবে। প্রতিটি word ই ভেঙ্গে ভেঙ্গে উচচারন করলে শব্দটি উচচারন করা সুবিধা (যত বড়ই শব্দ হোক)হবে।
তবে ব্যতিক্রম কিছু আছে।
-
যেমন : Lieutenant (লেফটেন্যান্ট), Psyhology (সাইকোলজি)।
-
EXERCISE
-
সতর্কতা : অবশ্যেই syllable ভাঙ্গা শিখতে হবে। যদি ইংরেজী শব্দসমুহ সাবলীলভাবে উচচারন বলতে হয়। ব্যতিক্রম শব্দগুলো মুখস্ত রাখতে হবে।
-
Rules of Spelling (বানানের নিয়মাবলী)
বিষয়: বিবিধ
২৬০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
0 বাংলাদেশ উচ্চারনে g বাদ দেয় নাকি?
উচ্চারণ করার সময় বিদেশীরা বাংলাদেশকে ব্যাংলাদেশ উচ্চারণ করে । রাশিয়াকে রাশা আর মালয়েশ
এগুলো কি শব্দগুলোর আসল উচ্চারণ নাকি তাচ্ছিল্য করে এমনটা করে।
মন্তব্য করতে লগইন করুন