Formation of Word (শব্দের গঠন)

লিখেছেন লিখেছেন জহুরুল ২১ জুলাই, ২০১৭, ০৫:৪৭:১৮ বিকাল

আলোচনা : হাজার শব্দ মুখস্ত করা লাগবে না, যদি Formation of Word এর নিয়ম ভালমত আয়ত্তে আনা যায়। এই নিয়ম অনুসরণ করলে ইংরেজী শব্দভান্ডার (Dictoinary) একেবারে সহজ হয়ে যাবে।

একটি শব্দ Noun, Verb, Adjective, Adverb কিভাবে হয় তা নিম্নে আলোচনা করা হল।

[N.B : শব্দের পুর্বে অথবা পরে Suffix (মূল শব্দের শেষে যুক্ত হয়) অথবা Prefix (মুল শব্দের প্রথমে বসে) যোগ করতে হয়]

Suffix - যে অর্থ দেয় - যে Word হয়

Able যোগ্য Adjective গঠন করে

Al সম্বন্ধীয় ” ”

Ive মত,বহুল,যুক্ত ” ”

At,Ty করা Verb গঠন করে।

Ise, Ize করা ” ”

Ism বিশ্বাস,মতবাদ Abstract Noun গঠন করে

Hood, Doom, Ship বিশেষ গুন প্রকাশকরে ” ”

Ist যে করে Common Noun গঠন করে।

Ness,Ity,Cy তা Noun গঠন করে।

Tion,Sion (-) ” ”

Ing ( -) ” ”

EXAMPLE

Believe - বিশ্বাস করা (Verb)

Believable - বিশ্বাসযোগ্য (Adjective)

Believer - বিশ্বাসী (Noun)

Believing - বিশ্বাস (Noun)

Believingly - বিশ্বাসের সাথে (Adjective)

[N.B : একটি মূল শব্দ ৪ রকমের হতে পারে। যেমন:

Noun,Verb,Adjective,Adverb। তবে একই মূল শব্দ দিয়ে একের অধিক Noun, Verb, Adjective, Adverb হতে পারে]

Prefix - যে অর্থ দেয়

Bi - দুই

Co - সাথে

Dis - না

In,Im,Ir,Il,Un - না

Mis - না

Pre - আগের, পূর্বে

Re - আবার, পুনরায়

Be,Em, En,In " Adjective ও Noun এর প্রথমে যুক্ত হয়ে Verb গঠন করে।

EXAMPLE

Rational যৌক্তিক - Irrational অযৌক্তিক

Mature পরিপক্ক - Immature অপরিপক্ক

Honour সম্মান - Dishonour অসম্মান

Active কর্মঠ - Inactive অকর্মঠ

Legal বৈধ - Illegal অবৈধ

Apply আবেদন করা - Misapply ভুল আবেদন করা

Believe বিশ্বাস করা - Misbelieve/Unbelieve অবিশ্বাস করা

Advantage সুবিধা - Disadvantage অসুবিধা

Arrange সাজানো - Rearrange পুনরায় সাজানো

Angular কোণ - Biangular দ্বিকোণ

Education শিক্ষা - Coeducation সহশিক্ষা

Condition শর্ত - Precondition পূর্বশর্ত

Fool বোকা - Befool বোকা বানান

Plane বিমান - Emplane বিমানে রাখা

আলোচনা : ইংরেজী শব্দ মুখস্ত করার জন্য Suffix ও Prefix এর নিয়ম গুলো ভালমত মুখস্ত করলে English Dictionary এর ছোট হয়ে যাবে।

সর্তকতা: অবশ্যই Suffix ও Prefix এর নিয়ম গুলো মুখস্ত করতে হবে।

[N.B: এ পাঠে বেশ কিছু অংশ S.M Zakir Hussain এর নিয়ম অনুষরন করা হয়েছে ]

Part of speech (পদ প্রকরন)

বিষয়: বিবিধ

১৬৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File