"ছাগলে ভরিয়া আছে দেশ..."
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৩ জুলাই, ২০১৭, ০৭:৫৪:২৩ সন্ধ্যা
(লুৎফর রহমান রিটনের সাম্প্রতিক "ছাগলে ভরিয়া গেলো দেশ" শিরোনামের একটি লেখা পড়ে..। কবিতার শিরোনামটা অবশ্য একটু বদলে দিলাম |)
লুৎফর রহমান রিটন লিখেছেন বেশ,
সত্যিই যেন "ছাগলে ভরিয়া গেলো দেশ"|
শিশুর আঁকা জাতির পিতার প্রতিকৃতি,
তাতেই হলো শুরু এবার যত বিপত্তি |
জাতির পিতার ছবি এঁকেছে ক্ষুদে ছাত্রী,
তা ছাপিয়ে হয়েছেন ইউএনও জেলযাত্রী!
জাতির পিতার সন্মান হয়েছে নাকি ক্ষুন্ন,
তাতেই গর্জে উঠেছে জাতির পিতার সৈন্য!
জাতির জনকের সম্মানে হামলা,
হয়েছে পাঁচ কোটি টাকার মামলা!
তড়িৎ তৎপরতায় ইউএনও গ্রেফতার !
তাই নিয়ে শুরু প্রশাসনিক তোলপাড় |
দলীয় নেতৃবৃন্দের কর্মকান্ডে বিব্রত দেশ,
তাতেই থেমেছে হাস্যকর মামলার রেশ |
মামলাবাজ নেতা দল থেকে বহিস্কার,
আহ, এবার বুঝি হলো গণতন্ত্র উদ্ধার!
লুৎফর রহমান রিটন ভুল লিখেছেন বেশ,
ছাগলে ভরিয়াই ছিল স্বৈরাচারের বাংলাদেশ |
প্রথম প্রহরেইতো শুরু মামলাবাজির কারবার,
নৈঃশব্দে এলো যখন গণতন্ত্র হন্তারক স্বৈরাচার|
ভুলে গেলেন,হয়েছে কতটা স্বৈরাচার,
ক্ষমতা বাঁচাতে এই অবৈধ সরকার?
পুলিশ নিয়েছে হাস্যকর মামলার ফাঁদে ফেলে,
কত বিরোধী দলীয় কর্মী লাল ঘরের আড়ালে ?
পলাতক গণতন্ত্রের বিরহে না ঝরুক অশ্রুজল,
দেখতে পারতেন যদি দেশের স্বার্থ,ফেলে দল !
প্রতিবাদী হতেন যদি গণতন্ত্রের ভালোবাসায়,
বুক চিতিয়ে দাঁড়াতেন কিছু পঙতিতে কবিতায়!
তবে কি বীরশ্রেষ্ঠেরই দেশে দেবতা হাসে?
বিনা ভোটের প্রধান মন্ত্রী,সরকার আসে?
দলবাজির অবৈধ সেই ভ্রূণ সরকারি বর্মেই,
পূর্ণবিকশিত আজ স্বৈরাচারের স্বভাব ধর্মেই |
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন