দেবোনা ইজারা কোনো রাজপথ
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৭ অক্টোবর, ২০২৩, ১১:২২:২৮ রাত
রাজধানীর কোনই অলি গলি পিচঢালা রাজপথ
ইজারা দেইনি কোনো স্বৈর সরকারে, দলীয় পুলিশে ।
একুশে ফেব্রুয়ারির উষশী প্রহরে উত্তাল মিছিলে
রক্ত ঝরা আন্দোলন ঊনসত্তরের,পঁচিশে মার্চের
রাজপথ একত্তরে আধার রাতেও ইজারা দেইনি।
স্বৈরাচারের শাসনে পুলিশ পড়েছে দলীয় মুখোশ
দাবার বোড়ের মতো সম্মুখ সমরে হত্যা নির্যাতনে !
ইয়াহিয়ার বাহিনী হয়ে বুঝি তারা আবার নেমেছে !
লগি বৈঠা নিয়ে তারা করেছে তান্ডব,মৃতদেহে নৃত্য
এবার বিপ্লব হবে ফুল ফুটাবার গণতন্ত্রেরই।
মেট্রো রেল, পদ্ম সেতু-- মিথ্যা উন্নয়ন নীলাঞ্জনে ভুলে
বাক ব্যক্তি স্বাধীনতা দেবোনা হারাতে আর স্বৈরাচারে !
এবার কেন বা দেব, দেবোনা ইজারা কোনো রাজপথ ।
মিছিল মিটিংয়ে এই শহর আমার উত্তাল হবেই
অক্টবরের আঠাশে, সকালে মধ্যহ্নে সারা দিন জুড়ে ।
রক্ত আলপনা এঁকে লিখে দেব সব প্রতিবাদ মালা
দরকারে রাজপথে অলিতে গলিতে শহর বন্দরে
সরবে নীরবে ঘরে বাইরে হবেই এবার সংগ্রাম
স্বৈরাচার হঠাতে দখল নিতেই হবে রাজপথ
স্বাধীনতা গণতন্ত্র রক্ষায় স্বাধীন জীবন দাবিতে |
বিষয়: বিবিধ
৭৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন