দেশটার সর্বনাশ হয়ে গেছে, দেশটা স্বৈরাচারী হয়ে গেছে
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৮ জুলাই, ২০২৪, ০৮:৫৭:৩৩ রাত
ঝড়ের রাতে দীর্ঘ প্রতীক্ষার পর
পুবের আকাশে ঊষার আলো দেখে
আমরা উল্লসিত হয়েছিলাম,
মনে হয়েছিল অসংখ্য মৃত্যুর পর
এই বুঝি আসছে নব সূর্যোদয় |
উষশী আলোর উচ্ছাসে উল্লসিত আমরা ভাবিনি
দিগন্তজোড়া সে আলো হতে পারে দাবানল
খাণ্ডব দাহনে ছারখার করতে পারে আমাদের বাসভূমি !
সিন্ধবাদের ডাইনি বুড়ির মতো দেশের কাঁধে চেপে বসা
স্বৈরাচারের বিরোধী আন্দোলনে তার ছিল অংশগ্রহণ !
নব্বুইয়ের সফল আন্দোলনে আবেগ আপ্লুত
আমাদের একদল মানুষ মিছিল স্লোগানে হয়েছিলো উন্মত্ত ।
ভুত ভবিষ্যতের কথা না ভেবেই
বানরের গলায় মালা দেবার মতোই
গণতন্ত্র বিনাশী এক ডাকিনির গলায় তারা পড়িয়েছিলো
গণতন্ত্রের মানস কন্যার খেতাব !
আমরা জানতাম না কেউই
যে আমাদের কতবড় সর্বনাশের শুরু সেটা ।
আমরা বুঝতে পারিনি
তার গণতন্ত্র হন্তারক ছদ্মবেশ ।
তত্বাবধায়ক সরকার গেছে,
সংবিধানের সহনীয় ধারা গুলো গেছে,
জনগণের অধিকার গুলো গেছে
তার দুই দশকের দীর্ঘ শাসনে
ভিনদেশি দেবতার পায়ে দেয়া গুপ্ত নৈবদ্যে
সুষ্ঠু, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা গেছে
নব্বুইয়ের গণআন্দোলনে ফিরে পাওয়া এ দেশের
গণতন্ত্রের লেবাসটুকুও গেছে এই উন্মত্ত স্বৈরাচারে !
হারিয়ে গেছে দেশের সার্বভৌমত্বের গর্বিত সুখ
সীমান্তরক্ষী বিডিআর গেছে ,
চুয়ান্নটি নদীর প্রবহমান ধারা গেছে
ফেলানির পর আরো অসংখ্য ফেলানীর প্রাণ গেছে
দেশের বন্দর, রাজপথ, নৌপথ সব গেছে
দেবতা পূজার নৈবদ্যে !
আমরা বুঝতেও পারিনি কখন গণতান্ত্রিক পথে চলা
আমাদের গর্বিত দেশটা উগান্ডার মতো স্বৈরাচারী হয়ে গেছে !
---------
এই কবিতাটা আমার আমার অপ্রকাশিত পাণ্ডুলিপি থেকে পোস্ট করলাম । দেশের কোনো প্রকাশক এই পাণ্ডুলিপি প্রকাশের সাহস দেখবেন না আমি জানি । সে জন্য তাদের কোনো দোষও আমি দেখি না । আশাকরি কোনো সত্যিকারের একটা গণতান্ত্রীক সকালের আভায় উজ্জ্বল কোনো বই মেলায় এই কবিতার বইটা প্রকাশিত হবে ।
বিষয়: বিবিধ
২৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন