হ্যাভ এ সুইট ড্রিম---
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২০ জুলাই, ২০২৪, ১১:৫৫:০৪ সকাল
মাননীয় প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়া বন্ধ করে
আমাদের যোগাযোগকে আপনি টুটি চিপে ধরে
বন্ধ করতে চাইলেন,
বন্ধ করলেন ইন্টারনেটটাও !
আপনার কি মনে হয় তাতেই,
আমরা পিছু হটৰো, রণে ভঙ্গ দেব?
আপনিতো আপনার বাবার
গর্বিত মুক্তিযুদ্ধের ইতিহাসটাও জানেন না দেখছি !
একাত্তুরের দিনগুলিতে
ফেসবুক, ইনস্টাগ্রাম,অধুনা এক্স বা কোনো
সোশাল মিডিয়া,ছিলোনা ।
আপনার বাবা হাতকড়া পরে,
যুদ্ধ শুরু আগেই স্বেচ্ছা বন্দী !
তবুও জেগেছিলো বীর জনতা
এক সাগর রক্তের বিনিময়ে এসেছিলো স্বাধীনতা !
এখন দেখুন বাংলাদেশ আছে, আমরা আছি
কিন্তু নেই কে ? ইয়াহিয়া আর তার সাঙ্গপাঙ্গ ।
আপনি যদি ভাবেন গোপালী পুলিশ, বিজিবি,মিলিটারি নামিয়ে,
কার্ফ্যু দিয়ে ইয়াহিয়া হয়ে বাঁচাবেন গদি
হ্যাভ এ সুইট ড্রিম, কিন্তু সেটা এবারও সম্ভব হবে না !
বিষয়: বিবিধ
২৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন