স্যরি প্রধানমন্ত্রী হেমন্ত বাবুর গান শুনালেও হবে না ---

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩২:২০ দুপুর

মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচন প্রশ্নে

আপনি আমাদের শুনতেই পারেন হেমন্ত বাবুর গান:

'ওলির কথা শুনে বকুল হাসে-- কই তাহার মতো

তুমি আমার কথা শুনে হাসো না তো' ।

আপনি আরো শোনাতেই পারেন --

ধরার ধূলি তে যে ফাগুন আসে ---কি তাহার মতো

তুমি আমার কাছে কভু আসো না তো' ।

মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কথা শুনে

হাসবোও না অথবা

আপনার কাছেও যাবো না ।

আপনার কথা শুনে কিভাবে হাসি অথবা

আপনার কাছে যাই বলুনতো?

সেই ছিয়াশি সালের কথা মনে পরে খুব,

জাতির বুকে জগদ্দল পাথরের মতো গেড়ে বসেছে স্বৈরাচার ।

তার লজ্জাহীন শাসনে উদ্ভট উটের পিঠে সওয়ার দেশ !

সব মতভেদ ভুলে আন্দোলনের এক প্লাটফর্মে শামিল,

দেশের সকল রাজনৈতিক দল, জোট, ছাত্র জনতা ।

আপনি দেশের রাজনীতিতে তখন বেশ নবীন

তবুও দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের নেত্রী !

দেশনেত্রী খালেদা জিয়ার সাথে

রাজপথে যুগপৎ আন্দোলনে আপনিও শামিল ।

পুলিশের টিআরগ্যাস, আইনশৃঙ্খলা বাহিনীর নারকীয় তান্ডব

উপেক্ষা করে একটি নিরপেক্ষ সাধাৰণ নির্বাচনের দাবিতে

গণআন্দোলন চলমান ।

নিশ্চিত বিজয়ের দোর গোড়ায় ঘোষিত হলো প্রশ্নবোধক এক নির্বাচনী শিডিউল

আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে

ক্ষমতা পোক্ত করার সেই অশুভ পরিকল্পনার বিরুদ্ধে

এগিয়ে এলেন দেশনেত্রী খালেদা জিয়া !

দীপ্তকন্ঠে প্রত্যাখ্যান করলেন সেই নির্বাচন ।

ঘোষণা করলেন সেই নির্বাচনের সওয়ারী সবাই হবে জাতীয় বেঈমান !

সুযোগ্য নেত্রীর মতো আপনিও ঘোষণা দিলেন সেই নির্বাচন প্রত্যাখ্যানের !

সূর্যাস্তের গোধূলিও মনে হয় ফুরোয়নি সেই দিন

আপনি গোপনে পরিবর্তন করলেন আপনার অঙ্গীকার ।

রাত পেরুবার আগেই তড়িঘড়ি করে আপনার অনুগতদের নিয়ে

জাতীয় বেঈমান হবার ঝুঁকি নিয়েও গেলেন স্বৈরাচারের অধীনে সেই নির্বাচনে !

তারপর রচনা করলেন আরো অনেক রক্তঝরা এক অলক্ত বেদনার কাব্য ।

'বীরের রক্তস্রোত আর মাতার অশ্রুধারায়' এলো নব্বুইয়ের বিজয়

আপনি তখন কি ভেবে যেন সেই আন্দোলনেও শামিল !

তারপর প্রায় অর্ধযুগ পেরুলো বাকশালের ও স্বৈরাচারের কবরের ওপর দিয়ে রচিত

দেশের গণতান্ত্রিক যাত্রার ।

সেই স্বাপ্নিক গণতন্ত্রান্ত্রিক যাত্রার ইতি টানলেন আপনি

আবার এক বিশ্বাসঘাতকতার চাদর পরে ।

আপনার অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে

দেশের ভঙ্গুর গণতন্ত্রের কফিনে ঢুকিয়ে দিলেন খায়রুলের পেরেক !

ক্ষমতা পোক্ত করতে দেশ বিক্রি করলেন একটাকা মূল্যে !

আপনাকে কি করে আর বিশ্বাস করা যায় বলুন !

আপনার কথাটা কি করে কাছে যায় বলুন ?

না মাননীয় প্রধানমন্ত্রী ,

যতই হেমন্ত বাবুর গান শোনাবার চেষ্টা করেন না কেন

আমরা কিছুতেই তা শুনবো না ।

একটা নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা আপনাকে দিতেই হবে

নতুন বাংলাদেশ গড়ার এই দাবি প্রহরে ।



বিষয়: বিবিধ

৫৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File