জুলাইয়ের পদাবলী
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৭ আগস্ট, ২০২৫, ১০:৩৭:৪৭ রাত
আজকে কোথাও নেই কথিত 'মাদার অফ ডেমোক্রেসি'
দ্বিতীয় স্বাধীনতায় আমাদের লাল সবুজ সীমান্তে ।
বিকৃত ধিকৃত তার ঘৃণ্য স্বৈরাচার আজ প্রত্যাখ্যাত,
বিলীন তারই সব জলছাপ আজ বিপ্লব বিক্ষোভে ।
মিথ্যার বেসাতি তার, বহুল চর্বিত উত্তরাধিকার,
ভগ্ন বিপন্ন বত্রিশ,বিধস্ত ম্যুরাল,ধ্বংস পিতৃমূর্তি,
ইমাম সাহেবসহ উজির নাজির,পাইক পেয়াদা
ফেলে নীলাভ্রের বুক চিড়ে পলাতক কওমি জননী !
যদিও ফে'বুকে চলে ফাঁস করা তার হতাশ কথন
সহিংস বিদ্বেষপূর্ণ দেশ ধ্বংসের গাঢ় ষড়যন্ত্র !
গণমানুষের আশা আখাঙ্খার কোনো পদাবলীতেই
স্বরণ,বন্দনা নেই পতন হয়েছে তার স্বৈরাচার।
আয়না ঘরের ঘন আঁধারে লুকানো অশ্রুজল শেষে
দ্বিতীয় স্বাধীনতায় শঙ্কামুক্ত দেশ কেটেছে আঁধার |
তার স্বৈর শাসনের অবসানে দেশে আনন্দ জোয়ার
বহতা নদীর মতো স্তব্ধতার বুকে বাঁধ ভাঙা স্রোত ।
বিষয়: বিবিধ
২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন