জুলাই!!

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ জুলাই, ২০২৫, ১০:০৮:৩৭ সকাল

জুলাই থেকে ৫ই আগস্ট

পেরিয়ে ১৫ শত + লাশ,

লাল রক্তে ভিজেছে মাটি

কেঁদেছে আকাশ বাতাস।

????

থামেনি এখনো মায়ের হাহাকার

স্বজনদের বুকে চাপা কান্না,

মা এখনো ছেলেকে খুঁজে ফিরে

ভালো কিছু করলে রান্না।

????

এতোগুলো জীবনের মূল্যে

কি পেয়েছে বাংলাদেশ প্রশ্ন উঠুক,

কি স্বপ্নে নির্ভয়ে পেতে-

দিয়েছিলো শতশত বুক।

????

প্রশ্ন থেকে উত্তর খুঁজে নিয়ে

তৈরি করতে হবে আগামীর বাংলাদেশ।

????

২. জুলাই আগস্টের আহতরা

নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর,

স্বপ্ন চুরি ঠেকাতে আহতদের

আহবান আকুতি বারবার।

বিষয়: বিবিধ

৪৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File