টুডে ব্লগের সংস্কার চাই > ফিসে আসুন সবাই

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১১ এপ্রিল, ২০২৫, ১২:২৪:৩১ দুপুর



সংস্কারের ছোঁয়া সবখানে লাগলেও টুডে ব্লগের কোন প্রমোশন নেই, দিন দিন যেন আরো ডিমোশনের দিকে যাচ্ছে।

জীবনে প্রথম ব্লগ শিখি ও লিখি এখানে, ব্লগের ভালোবাসা এখানেই শুরু, প্রথম প্রেম তো, তাই ভোলা যায় না।

মাঝে মাঝে এসে হাজিরা দিয়ে যাই, হয়তো আমার মতো পুরাতনদের অনেকেই আসেন, হাজিরা দিয়ে চলে যান, হয়তো দেখতে আসেন যে, পুরাতনদের কেউ কিছু লিখছে কি না!

আসুন না আমরা আবারও জমিয়ে দেই ২০১৩ সালের সেই মশাল, অনলাইনে তো মোটামুটি সবাই অনেক সময় ব্যয় করি, এখানের আড্ডাতে অনেক শিক্ষনীয় থাকে।

ব্লগ কর্তৃপক্ষ ইচ্ছা করলে সিস্টেম আপডেট করলে হয়তো অনেকেই ফিরে আসবে প্রাণের টুডে ব্লগে।

সবাই ফিরে আসুন আবার।

বিষয়: বিবিধ

৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File