এমন সেলফি কি বদ অভ্যাস নাকি মানসিক রোগ?

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ৩০ জুলাই, ২০১৬, ০১:০৬:১৬ দুপুর



সেলফি জ্বরে আক্রান্ত গোটা দুনিয়া। আর এই সেলফি নিয়ে ঘটে যাওয়া ঘটনাও কম নয়। প্রায় রোজই জন্ম নিচ্ছে কোনো না কোনো ঘটনা। এমনকি সেলফি তুলতে গিয়ে মুত্যুও হচ্ছে।



ভাই তার ছোট বোনকে কবরে রেখে তুলছে সেলফি, ছেলে তার জন্মদাতা বাবার লাশ কাঁধে নিয়েও ইদানিং তোলা হচ্ছে সেলফি।



দাদার মৃত্যুর পর মন খারাপ হওয়ার পরিবর্তে একগাল হেসে লাশের সঙ্গে তোলা হচ্ছে সেলফি। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে কত কি চোখে পড়ে!

কিছুদিন আগে এক ছেলে নিজের বাবার লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যাচ্ছেন। সেই ছবি ফেসবুকে আপলোড দিয়েছেন লাশ কাঁধে রেখেই। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন- ‘আমি এবং আমার কাঁধে বাবার লাশ, কবরের দিকে যাচ্ছি। সবাই দোয়া করবেন।’



গত রমজানেই দেখা গেল তারাবির নামাজে সেজদারত এক মেয়ের সেলফি। আপনিই ভাবুন কতটা সেলফি রোগে আক্রান্ত হলে বা অসুস্থ হলে এমন কাজ করা যায়!

কিছুদিন আগেই এক ছেলে তার মায়ের জন্য খোড়া কবরের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে! হাসিমুখ। তার বন্ধুরা তখন কবর খুঁড়ছিলেন। তারাও তখন শোক ভুলে ক্যামেরার ফ্রেমে হাসি মুখে পোজ দিয়েছেন।



হজ্ব করতে গিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে আপলোড দিয়েছেন এক ব্যক্তি। আর ক্যাপশনে লিখেছেন- ‘it's imagine, I'm LOL’

নাতি তার দাদার লাশের সাথে নিচ্ছে সেলফি এবং ক্যাপশনে লিখছেন আমার দাদা এই মাত্র পরকালে চলে গেলেন! লাশের পাশে বসে কি সুন্দর করে হাসি মুখে সেলফি নিচ্ছেন!

সম্প্রতি ফেসবুকে এক ব্যক্তি ফেসবুকে তার মৃত বোনের কবর দেয়ার সময় তোলা সেলফি পোস্ট করে অনেক সমালোচনার মুখে পড়েছেন। কবর দেয়া অবস্থা সবার সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়ে আবার দোয়া চেয়েছেন নিজের বোনের জন্য।

গেল বছরের শেষদিকে মৃত ব্যক্তির সাথে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তিন কিশোর।



ছবিতে দেখা যায়, মৃত নানা শুয়ে আছেন হাসপাতালের ট্রলিতে, তাকে ঘিরেই তার তিন নাতি সেলফি তুলছেন। সেই ছবি তারা আপলোড করে ফেসবুকে। ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘যাকে নিয়ে এত মজা করতাম, যাকে ঘিরে ছিল আমাদের হাসিখুশি, যার সাথে কথা না বলে থাকতাম না; সে হল আমার নানা। তিনি আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। আমরা তোমায় ভুলবো না।

ফেবুতে এই পোষ্টটি পড়ার পর অনেকটা ভাবনায় পড়ে গেলাম, মৃত্যু থেকে আমাদের শিক্ষা ছিল অনেক কিছু, নিজেকে শুধরানো, ঈমান আমল ঠিক করে কবরের প্রস্তুতী নেয়া ইত্যাদি, কিন্তু বর্তমান যুগের অবস্থাগুলো দেখতে আখিরাত অর্জনের শিক্ষা তো দূরে থাক, শয়তানও হাসবে।

আচ্ছা! এরা কি বাস্তাবেই দোয়া চাচ্ছে! এরা কি দোয়া পাওয়ার উপযুক্ত! দোয়া করলেই বা এদের কোন কাজে আসবে?

যারা নিজেদের বদলানোর চেষ্টা করে না, আল্লাহ তায়ালাও তাদের বদল করেন না। মন চাহি জিন্দেগী গড়ছে, আর দোয়ার আহবান, নাপাক কূপে ডবি দিয়ে যেন পবিত্র হওয়ার বাসনা।

আল্লাহ তায়ালা এদের হেদায়েত দান করুন।

লিখাটির সারাংশ ফেবু ফ্রেন্ড থেকে নেয়া।

বিষয়: বিবিধ

২৩৫০ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375537
৩০ জুলাই ২০১৬ দুপুর ০২:৩৭
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
নিশ্চিত এই ট্রেন্ড প্রত্যেক জানাশোনা মুসলমানকে বেদনায় মূক করে দিবে। তাদের প্রতি করূনার জন্ম নেবে, বলতে ইচ্ছা করবে আহা, যদি তোমরা জানতে ------ ইত্যাদি ইত্যাদি।

কিন্তু আমি ব্যাক্তিগতভাবে মনে করি, আপনি যদি একটা বাচ্চাকে ব্লেড দেন খেলতে তবে কিছু সময় পর আপনি হয়তো তার হাতে পায়ে এখানে সেখানে ৫/১০ কাটার দাগ দেখবেন, কিন্তু আপনি যদি ঘন্টা কয়েক পরে দেখেন - তবে হয়তো আপনি তাকে লাইফ থ্রেটেনিং অবস্থায় পাবেন।

অনুরূপভাবে দ্যা আল্টিমেইট ডিসিভার (যে কিনা আপনার কথা সমূহকে ধারন করে রাখার ক্যাপাসিটি রাখে) এর কোন ইনস্ট্রুমেন্ট যদি মুসলিম লিডারশীপ না জেনে না বুুঝে তার মুসলিম গণমানুষের হাতে এক্সেস দেয় - তবে তার পরিনতি এমনটাই তো হবে।

আল্লাহ ভাল জানেন।
৩০ জুলাই ২০১৬ দুপুর ০৩:২২
311367
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
সুন্দর বিশ্লেষণ করেছেন। অনেক অনেক শুকরিয়া।

375540
৩০ জুলাই ২০১৬ দুপুর ০৩:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অতিরিক্ত সেলফি কে মানসিক রোগ হিসেবে মনোবিজ্ঞানি রা ইতমধ্যে নির্ধারণ করেছেন।
৩০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:২৩
311375
আবু জান্নাত লিখেছেন : আমারও তাই মনে হচ্ছে, যেখানে সেখানে সেলফিতে মানুষের ওয়েট কমে যায়, সাধারণ মানুষও এদেরকে ফালতু ভাবে। ধন্যবাদ
375558
৩০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৩৩
আফরা লিখেছেন : সব গুলোকে নিয়ে মেন্টাল হাসপাতালে ভর্তি করতে হবে -------আল্লাহ তায়ালা এদের সুস্থ্যত দান করুন। আমীন ।
৩০ জুলাই ২০১৬ রাত ১০:১১
311383
আবু জান্নাত লিখেছেন : আমারও তাই মনে হয। আপনার দোয়ায় আমীন।

375567
৩০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : কিছু বলার নেই। রুচি নষ্ট হয়ে গেলে অনেক কিছুই করা সম্ভব।
৩০ জুলাই ২০১৬ রাত ১০:২৩
311384
আবু জান্নাত লিখেছেন : এসব বুচিহীন লোকদের সেলফিতে যারা লাইক ও কমেন্ট দিয়ে উৎসাহ দেয়, তারাও কিন্তু একই দলের লোক। ধন্যবাদ

375576
৩০ জুলাই ২০১৬ রাত ০৮:২০
এলাচি লিখেছেন : সেলফি এখন একটা রোগ থেকে ইতরামির পর্যায়ে চলে গেছেl
ফাজলামির সব সীমা অতিক্রম করেছেl
একটা মানুষের সামাজিক অবস্থানকে রাস্তায় নামিয়ে দিচ্ছেl
I hate this.
৩০ জুলাই ২০১৬ রাত ১০:২৮
311385
আবু জান্নাত লিখেছেন : সাধারণ অবস্থায় মেনে নেওয়া যায়, কিন্তু হজ্জে সেলফি, মৃত ব্যক্তি নিয়ে সেলফি, আবার তা ফেবুতে শেয়ার করা, এসব বিষয় যেন মেনে নিতে অনেক কষ্ট হয়।

ধন্যবাদ ভাই।

আপনিতো অনেক পুরাতন ব্লগার, কিন্তু উপস্থিতি একেবারে নেই বললেই চলে।
এবার নিয়মিত হবেন তো!

375578
৩০ জুলাই ২০১৬ রাত ০৮:২৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সুরা আল ইমরানের ১৮৫ নাম্বার আয়াত যেন আপনার প্রকাশ করা ছবির প্রত্যেক ব্যাপারেই কথা বলছে। শরীফ ভাইয়া জাঝাক আল্লাহ
৩০ জুলাই ২০১৬ রাত ১০:৩৮
311386
আবু জান্নাত লিখেছেন : প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে।
তারপর যাকে দোযখ দেখে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।
অনেক অনেক শুকরিয়া। জাযাকিল্লাহ আপি।

শরীফ ভাই কার নাম? কোথায় পেলেন? Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out

৩১ জুলাই ২০১৬ সকাল ১১:৪৭
311439
গাজী সালাউদ্দিন লিখেছেন : যার মানে জান্নাতের বাবাকে ফেসবুকেও খুজেঁ নিলেন। গুড @ ঘুম
৩১ জুলাই ২০১৬ দুপুর ১২:০৪
311440
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কদিন ধরে কোনভাবেই টুডে ব্লগে ঢুকতে পারছিলম না তখন টুডে ব্লগের ফেসবুক পেজ আছে কিনা তা খুঁজতে গিয়ে জান্নাতের ছবি দেখলাম আপনার পেজে। আপনার নাম তো এমন কিছুই ছিল মনে নেই।ভুল হতে পারে। সালাহউদ্দিন আপনি অনেক মগজের অধিকারী ব্যক্তি।
৩১ জুলাই ২০১৬ দুপুর ১২:১৬
311441
আবু জান্নাত লিখেছেন : হুম, মা শা আল্লাহ, দু'জনই এলিট।
375617
৩১ জুলাই ২০১৬ সকাল ১১:৫২
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমরা সেলফীকে রোগ বলছি। কিন্তু অহেতুক ছবি তুলে ফেসবুকে আপলোড করাকে কেন রোগ বলছি না? এখন আরেক নতুন সংক্রামক ব্যাধি প্রিজমা।
৩১ জুলাই ২০১৬ দুপুর ১২:১৯
311442
আবু জান্নাত লিখেছেন : জী, নিজেকে জাহির করা-এটাও মানসিক রোগ থেকে খালি নয়।

ফেবুতে নিজের ছবি দিয়ে পোষ্ট না করে দর্শকের ভুমিকা পালন করাই ভালো মনে হয়।

375635
৩১ জুলাই ২০১৬ দুপুর ০৩:৩৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

ছবি দেখে আর ঘটনাগুলো পড়ে সত্যিই অবিশ্বাস্য লাগছে। আমার তো মনে হয় একজন পাগলের যে বোধ আছে তাও এই মানুষগুলোর মধ্যে নেই।

মহান রব এদের প্রতি সদয় হউন। এটাই প্রার্থনা।

জাজাকাল্লাহু খাইর।
৩১ জুলাই ২০১৬ রাত ০৮:০৪
311473
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
নতুন প্রজন্ম যেন দিন দিন মনুষ্যত্ব হারাচ্ছে। বিবেক বুদ্ধি সবই বিসর্জন দিচ্ছে, ফ্রিতে কিছু লাইক পাওয়ার আসায় এমন দৃশ্যও ফেবুতে আপলোড দিচ্ছে।

আল্লাহ হেদায়াতের মালিক। শুকরিয়া।

২৯ অক্টোবর ২০১৬ সকাল ০৬:৫৩
314032
স্বপন২ লিখেছেন : @সন্ধাতারা আপু,আপনার লেখার সাথে একমত,একজন পাগলের যে বোধ আছে তাও এই মানুষগুলোর মধ্যে নেই।
375640
৩১ জুলাই ২০১৬ বিকাল ০৪:১১
হতভাগা লিখেছেন : ফেসবুক আর তার সাথে সেলফি কালচার আসায় ছবি তোলার পরিমান আগের ১০/১২ বছরের তুলনায় ১০০০০ গুন বেড়ে গেছে ।

এসব ছবির ম্যাক্সিমামই অহেতুক তোলা হয় ।

সেলফি তোলা রোগে এখন মানুষ এমন পর্যায়ে চলে গেছে যে এখন শুধু বাকি আছে প্রাকৃতিক কাজ কর্ম ও সহবাসের ছবি তোলা ।
৩১ জুলাই ২০১৬ রাত ০৮:১৫
311477
আবু জান্নাত লিখেছেন : আমার মনে গানিতিক সংখ্যা ফেল করবে, আগে মানুষ কখনো সখের বসে স্টুডিও তে গিয়ে অথবা বিদেশ থেকে ক্যমেরা এনে বাড়ির সবাইকে নিয়ে ছবি তুলতো, যুগ যুগ ধরে সেই ছবিগুলো এলবামে পুরিয়ে রাখতো, মাঝে মাঝে দেখতো, আর বলতো: আহ! অমুক আগে কেমন এখন কেমন, বড়রাও তখন নিজেদের ছোটকালের স্মৃতি দেখতে এলবামটি হাতে নিয়ে দেখতো।

সহবাসেরটা আরম্ভ হয়ে গেছে, অনেকে নিজেদের ধর্ষণ কর্মের ভিডিও করে আপলোড দিচ্ছে।

প্রাকৃতিকটাও শুরু হওয়ার দেরি নেই মনে হচ্ছে।

১০
376975
৩১ আগস্ট ২০১৬ রাত ০১:৫৭
আসমানি লিখেছেন : আঁর মনে অয়,ইবলিস শতান অ হলাই গেছে।
হেতে কয়, আঁই কি শতান আঁত্তুন ব শতান দুনিয়াঁত অন আছে।
১৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:০২
312996
আবু জান্নাত লিখেছেন : আমারও তাই মনে হচ্ছে।
১১
377401
১০ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:০৩
আব্দুল গাফফার লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের শেয়ার করার জন্য
১৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:০৩
312997
আবু জান্নাত লিখেছেন : শুকরিয়া
১২
379220
২৯ অক্টোবর ২০১৬ সকাল ০৭:৪৫
স্বপন২ লিখেছেন : চমৎকার লেখা। জীবন বাজি রেখে সেলফি ব্যাস্ত


২৯ অক্টোবর ২০১৬ সকাল ১০:৪৭
314043
আবু জান্নাত লিখেছেন : আশ্চার্যের বিষয়ও বটে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File