ক্ষমতা ভাগাভাগির ভয় ও রাজনৈতিক দল নিষিদ্ধ না চাওয়া!

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০২:০১ সন্ধ্যা



বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন তারা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।

২০০৮ এর নির্বাচনের পর আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ৫ বছর। এর পরের ২৪ এর ৫ই আগস্ট পর্যন্ত আওয়ামীলীগ জাতীয় পার্টি মিলে জাতির সাথে যা করেছে তা কি রাজনীতি ছিলো?

২০১৩ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামীলীগ ও জাতীয় পার্টি মিলে যা করেছে তা যদি রাজনীতি হিসেবে বিএনপি মেনে নেয় তা হলে শেখ হাসিনাকে ২ হাজার লাশ ও ৪০ হাজার আহত হবার বিনিময়ে ক্ষমতাচ্যুত করারই বা কি প্রয়োজন ছিলো।

বিডিআর পিলখানা, শাপলা চত্বর, গুম, খুন, আয়না ঘর, রাজনৈতিক দলের লক্ষ লক্ষ নেতা কর্মী বিনা অপরাধে গ্রেফতার, জঙ্গি নাটক, সহ যাবতীয় ঘটনা যদি রাজনীতি হয় তাহলে অপরাধ গুলো কি?

তত্ববধায়ক বাতিল করে, দিনের ভোট রাতে, স্থানীয় নির্বাচন উপজেলা চেয়ারম্যান, ইউপি ইলেকশনকে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা ক্ষেত্র বিশেষএ আরো বেশি দামে বিক্রি করে। স্থানীয় নির্বাচনকে পর্যন্ত বনিজ্যে পরিনত করা এবং দলীয় প্রতীক দিয়ে সামজিক সম্পর্ক বিনষ্ট করা যদি রাজনীতি হয়। তাহলে ২৪ এর এতো ত্যাগ কেন?

জাতীয় পার্টিকে কিভাবে রাজনৈতিক দল বলা হচ্ছে? যে দলের নেতা পার্শ্ববর্তী দেশে গিয়ে তাদের ফর্মুলা অনুযায়ী চিত্রনাট্য তৈরি অভিনয় সহ যাবতীয় কাজ করেছে। যা জাতির কাছে স্পষ্ট।

আওয়ামীলীগের বিচারের প্রয়োজন হলে জাতীয় পার্টির বিচার হওয়া কেন উচিত নয় আওয়ামীলীগের প্রধান গৃহপালিত সহযোগী হিসেবে ? রাজনৈতিক দল স্থায়ী নিষিদ্ধ হোক এটি আমিও চাইনা তারা অপরাধ করেছে মনে করলে বিচার না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞায় সমস্যা কোথায়?

অথচ এসব বিষয়ে বিএনপির চিন্তা চেতনায় কি আছে তা অস্পষ্টই থেকে যাচ্ছে।

বিএপির এই অস্পষ্টতা একটি প্রশ্ন তৈরি করে তা হলো বিএনপিও কি ক্ষমতা পেলে আওয়ামীলীগ যা করছে তা করতে চাই?

অন্য দিকে বিএনপি পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে। কারণ পিআর পদ্ধতি হলে ক্ষমতা এক কেন্দ্রীয় হয়ে থাকবে না, ক্ষমতা ভাগাভাগি হবার সুযোগ তৈরি হবে। ভোটারদের মূল্যায়নের দিকেও তাদের নজর নেই। এক কথায় যারযার অবস্থান অনুযায়ী মানুষ মূল্যায়ীত হোক সেটি বিএনপি পছন্দ করছে না।

অথচ তারা জনগণের ক্ষমতায়নের রাজনৈতিক বয়ান দিয়ে আসছে বছরের পর বছর ধরে। বয়ানের সাথে বাস্তবতার মিল কই?

বিষয়: বিবিধ

৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File