রাজাকার বিতর্ক এবং কোটা!
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৫ জুলাই, ২০২৪, ০২:২২:৫২ রাত
"রাজাকার" ঘৃণিত শব্দকে
জনপ্রিয় করলো কে? কে?
দেড় দশকে স্বাধীনতার মূল
চেতনা ধ্বংস করলো যে!
????
নায্য অধিকারের শ্লোগানে
যুদ্ধের আত্মত্যাগে স্বাধীন বসুন্ধরা,
কোটা প্রথায় গোল পাকিয়ে
কেন অন্যায় ইশারা?
????
সার্বজনীন ঐক্যের প্রশ্নে কেন
শাসক গুস্টি দেশের পক্ষে নয়?
জনমতের বাইরে গিয়ে কেন
খেলা তৈরি নিন্দা-ঘৃণায়?
????
৫০ পেরিয়েও স্বাধীন দেশে
এতো কেন বৈষম্যের চাষ?
সাম্যের আওয়াজ তুলতে গেলে কেন
"রাজাকার" উপাদি ; ফেলতে চাহে লাশ?
????
পাকিস্তানিরা লাশ ফেলেছিলো
অন্তরের সমস্ত ঘৃণা তাদের জন্য,
শাসকগোষ্ঠী কেন তাদের অনুসরণ করে
জাতিকে বানিয়ে আবেগের পন্য?
বিষয়: বিবিধ
৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন