অভয় দিলে কিছু কথা বলতে পারি..........

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ১৮ অক্টোবর, ২০১৭, ১০:২২:৫২ সকাল



রোহিঙ্গা সমস্যা সমাধানে কি ব্যর্থ হবে বাংলাদেশ?

ইতিমধ্যে লাক্ষ লাক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে।এখনও পর্যন্ত প্রতিদিন এদেশে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে।রোহিঙ্গাদের নিয়ে সমস্যা দিন দিন প্রকট হচ্ছে।

অনেক দেশ সাহায্যর হাত বাড়িয়ে দিলেও রোহিঙ্গাদের নিয়ে স্থায়ী সমাধানের কথা কেউই বলছে না।বাংলাদেশের সবচেয়ে বন্ধু দেশ! ভারতও এ ব্যপারে কিছুই বলছে না।রোহিঙ্গদের এদেশে কত দিন উদ্বাস্ত হিসেবে রাখা যাবে?একটি মানুষকে আপনি হয়তো কিছু দিন সাহায্য দিয়ে সহযোগিতা করতে পারেন কিন্তু দিনের পর দিন কি তাকে সাহায্য দিতে গিয়ে আপনি হাফিয়ে উঠবেন না? রোহিঙ্গা ইস্যুতে আমাদের অর্থনিতী বাজার ইতি মধ্যেই সরগরম।সামনে আরও কি দিন আসছে সেটা আমাদের কল্পনার বাইরে হয়তো।এখন প্রশ্ন একটাই রোহিঙ্গা সমস্যা সমাধানে কি ব্যর্থ হবে বাংলাদেশ?

ঝাঁজ কি শুধু বেড়েছে পেয়াজের?

৩০ টাকার পেয়াজ এক লাফে বেড়ে ৬০ টাকা হয়ে গেছে!যারা দৈনিক কাঁচা বাজার করেন শুধু তারাই জানেন ঝাঁজ শুধু পেয়াজেরই বাড়েনি।ঝাঁজ বেড়েছে প্রতিটি পন্যই।এই ঝাঁজ হয়তো আর সহজেই কমবে না।এদেশে জিনিস-পত্রের দাম বাড়তে কোন ইস্যু লাগে না।আর ইস্যু পেলে তো কোন কথায় নেই।

দিন আনা দিন খাওয়া মানুষের জন্য এখন সময়টা অনেক কঠিন যাচ্ছে।এই সরকারের নির্বাচনী ইশতেহারে মনে হয় দশ টাকা দরে চাল খাওয়ানোর কথা ছিল।

কিন্তু এখন সেই দশ টাকা দরের চাল কেনা মনে হয় শুধু স্বপ্নেই সম্ভব।

একটা দেশের প্রধান খাদ্যের দাম বেড়ে গেলে সে দেশের সাধারন জনগনের চলতে যে কত কষ্ট হয় তা কি সরকার বুঝবে?

একটা মানুষের আয়ের বেশির ভাগ যদি তার প্রধান খাদ্য মেটাতেই চলে যায় তবে অন্য চাহিদা কি ভাবে পূরন করবে?

এই সব ভাবতে বসলে মাথায় আর কিচ্ছু আসে না।দেশের সাধারন জনগন এই আমারা আসলে কতটুকু ভাল আছি এটাই যেন এখন লাক্ষ টাকার প্রশ্ন।

আবার আসছে নির্বাচন!

সামনে আবার নির্বাচন আসছে।তৈরী থাকুন ঝুড়ি ঝুড়ি নির্বাচনী ইশতেহার শোনার জন্য।নেতাদের মুখে শুনবেন গরিব বান্ধব ইশতেহার!

কিন্তু ক্ষমতায় গেলে সবাই সেই গরিবের পেছনেই লাথি মারে।আসলে গরিবের সত্যিকারে কেউ নেই যে গরিবের দুঃখ বুঝবে।

গরিবরা এত কিছু চায় না তারা চায় দুবেলা দুমুঠো পেট ভরে খেয়ে বেঁচে থাকতে।গরিবরা সেই খাওয়ার নিশ্চয়তাটুকুও দিন দিন হারিয়ে ফেলছে।

নেতারা হয়তো বলবেন এ দেশে কেউ না খেয়ে নেই।আচ্ছা আপনি কয়টা পরিবারে যেয়ে খোঁজ নিয়েছেন তারা তিন বেলা খেয়েছে কিনা?

অনেক কিছু বলতে ইচ্ছে করে।কিন্তু অনেকে বলেন,এই সব কথা বলে কি লাভ।লাভ আসলেই নেই তবুও মনে ক্ষোভ ঝেড়ে ফেলা বলে তো একটা কথা আছে।

আর আপনি ইচ্ছে করলেই কি এদেশে মন খুলে কথা বলতে পারবেন?এদেশে মন খুলে কথা বলাতেও বাধা।

তাই কি আর বলব?তবে অভয় দিলে কিছু কথা বলতে পারি..........

ছবিঃ কায়সার মাহমুদ।

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File