আমি বিলিন হব

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ০৬ ডিসেম্বর, ২০১৬, ১২:৪০:০৯ দুপুর



এখন আমি আর নিজেকে কোথাও দেখিনা

না আয়নায়

না কল্পনায়

না অস্তিত্তে

না তোমার চোঁখের গভীরে।

গভীরতা না জেনেই একদিন

তোমার সমূদ্রে ডুব দিতে চেয়েছিলাম

বুঝিনি তা হবে শুধুই অতল।

কারও বুকের সমূদ্রে

হাবুডুবু খেতে খেতে

আমিও খুজেঁ পেয়েছিলাম

এক নিরাপদ আশ্রয়

বুঝিনি তা ছিল চোরা বালি।

এক দিন শখ হল

আমি বিলিন হব

তাই বুঝি নিজেতেই নিজে হারিয়ে গেলাম ।

কেন জানি তার পরও নিজেকে দেখি

তোমার বুকের গভীরে

না কোন প্রতিচ্ছবি নয়

ওটা আমিই ছিলাম

বিষয়: বিবিধ

১৩৯০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380517
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৪৩
জেদ্দাবাসী লিখেছেন : সুন্দর হয়েছে শব্দের মালা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File