আমাদের এ মিছিল
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০২ মে, ২০১৬, ০২:১৮:৪৩ রাত
আমাদের পথ বড় বন্ধুর বড় রক্ত পিছিল
তবুও চলছে চলবে আমাদের এ মিছিল ।
‘
থামেনি থামবে না এ মিছিল কখনো কোনদিন
শহীদের প্রেরণা হ্রদয় জুড়ে চির অমলিন ।
যতই আসুক বাঁধা তবুও চলবে এ মিছিল । ।
‘
তোমরা যতই আমাদের রক্তে হুলি খেল
আমরা ভাবিনি আমাদের জীবণ চলে গেল।
আমরা ভাবি আরো দীর্ঘ হল শহীদি মিছিল। ।
‘
মিছিলে যারা আসে তারা দুনিয়াকে ভাবে তুচ্ছ
দেখে স্বর্গ স্বর্গীয় দূত দাঁড়ায়ে হাতে পুষ্প গুচ্ছ ।
চলছে চলবে থামবেনা স্বর্গ যাত্রার এ মিছিল। ।
বিষয়: বিবিধ
১৪৭০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন