তুমি বিবেকবান হলে পারবেনা ক্ষমা করতে নিজেকে..... ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০২ মে, ২০১৬, ১২:৪৫:১৬ রাত
জীবনে চিন্তার বিপরীতে অনেক কিছুই হয়, তাই বলে জীবনের মূল স্রোত থেকে সরে যেতে হবে এমন কোন কথা নেই।
...............
তুমি যেটাই করো
নীতির বাইরে তুমি নিস্ব!
তুমি যা করেবে বা করেছ
তোমার স্মৃতিতে আছে সে দৃশ্য।
...............
তুমি বিবেকবান হলে
পারবেনা ক্ষমা করতে নিজেকে,
চোখ বন্ধ করলেই
ঝড় উঠবে তোমারই বুকে।
................
ভাবনার অতই সাগরে
ভেসে যাবে তুমি কিছুক্ষণ,
খূঁজে পাবে নিজের ভেতরে
কে পর, কে আসলে আপন।
.................
সময়ের গতিপথ ভালোমন্দে
যায় এটাই নিয়ম প্রাকৃতিক,
সময় নিজের পক্ষে আসলে
ঠিকই বুঝবে কে আসলে সঠিক!
.................
ঠিক বেঠিক বুঝতে হলে
কিছু জ্ঞান করতে হয় ব্যয়,
জ্ঞানের সঠিক ব্যবহার নাহলে
কেমনে নিজের আয়ত্তে আসবে ন্যায়?
বিষয়: বিবিধ
১০৮৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খূঁজে খুঁজে
মামুন ভাই বলেছেন, তাই খুঁজে এই দুইটা বানানের ভুল পেয়েছি।
সুন্দর লিখেছেন, যদিও বরাবর ভালোই লিখেন। ধন্যবাদ জানবেন।
মন্তব্য করতে লগইন করুন