অভিনন্দন কাজী সালাউদ্দীন
লিখেছেন লিখেছেন তায়িফ ০১ মে, ২০১৬, ১১:৪৩:১৩ রাত
সাবেক বাফুফে সভাপতি এস এ সুলতানকে গালাগালি করে যখন সালাউদ্দীন সহসভাপতির পদ থেকে প্রদত্যাগ করেন তখন ফিফা রেংকিং এ বাংলাদেশ ছিল ১৪৪ । ৮ বছর তিনি বাফুফে শাসন করে ১৫০ কোটি টাকা নিজের পকেটে ভরে বাংলাদেশের রেংকিং ১৮২ তে নিয়ে গেছেন।
প্রথম আলোর রিপোর্টকে তিনি ওত গুরুত্ব দিয়েছেন ডিডু কে নজির বিহীন ভাবে সরিয়ে দিয়েছেন নিজের বন্ধুকে কোচ বানাবেন বলে।
তিন আফ্রিকানকে দলে নিয়েও প্রথম আলোর বিরোধীতার জন্য বাদ দিয়ে দেন। ফলশ্রুতিতে রেকর্ড সংখ্যক গোল হজম করে বাংলাদেশ।
এই রকম ব্যর্থ এক জন লোক আবার সভাপতি হয়েছেন। তার মানে ১৩৬ জন অযোগ্য কাউন্সিলর যাদের দেশের প্রতি বিন্দুমাত্র রিসপন্সিভিলিটি নাই।
ফিফা গোল প্রজেক্টের কোটি টাকা যার পকেটে তার পক্ষে ৪০/৫০ লক্ষ টাকা দিয়ে কাউন্সিলর কেনা কোন ব্যপার না।
অভিনন্দন সালাউদ্দীন । ৮ বছরে দেশের ফুটবলকে অনেক পিছিয়েছেন । আশা করি শেষের দিকে চ্যাম্পিয়ন করার জন্য আরো ৪ ব্ছর আপনার জন্য যতেষ্ট।
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন