- প্রত্যাশার বৃষ্টি
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০১ মে, ২০১৬, ১০:০৪:৩৭ রাত
রুমালে মুছে ঘাম
গরমে যায় প্রাণ
লোডশেডিং আনে মুখে বিরক্তির ইশটি
অবেশেষে এলো সেই কাঙ্খিত বৃষ্টি।
আহা কি মিষ্টি।।
ধূলোবালির শহরে
জানজট বহরে
দমফাটা গরমে ঝাপসা হয়ে আসে দৃষ্টি
অবেশেষে এলো সেই কাঙ্খিত বৃষ্টি।
আহা কি মিষ্টি।।
তালপতার পাখাটা
সচল রাখাটা
ঘুমে তবু ঘুরে হাত গালে মশার কিসটি
অবেশেষে এলো সেই কাঙ্খিত বৃষ্টি।
আহা কি মিষ্টি।।
বিষয়: বিবিধ
৯৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন