- প্রবাস (সনেট)
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৪৬:০০ দুপুর
মুখে তার ফোটে বোল ডাকে 'মা' 'মা' বলে
উনুনে গরম জল ধোঁয়া চোখে মুখে
হামাগুড়ি দিয়ে শিশু কোথা যায় চলে
দৌঁড়ে এসে বুকে টেনে বিপদটা রুখে।
চিঠি আসে চোখে ভাসে দেখে রোজ ছবি
প্রবাসে বাবা তার গিয়েছে সেই কবে
অরুচি আর যেন পানসে লাগে সবি
অপেক্ষার দিন যায় কবে ছুটি হবে।
খেলনা বাঁশী কতোকী কেনা হল সারা
বন্দী খাঁচার তালাটা হলো বুঝি ছাড়া।
শিশু ডাকে বাবা বলে কাঁধে চড়ে রোজ
কেটে যায় দিনরাত হেসেখেলে পার
সুখের দিনগুলি আসুক বারবার
কানামাছির খেলা এক হারায়ে খোঁজ।
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন