- দুই বোন
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৩ আগস্ট, ২০১৬, ১২:০৬:২২ দুপুর

খুকি যখন পড়তে বসে
পাশে ছোট বোনটা
ছেড়া শেষে খাতার পাতা
তারপর ভাবে কোনটা!
তারও চাই খাতা কলম
আপুর মতো বই
এই বইটা পড়া শেষ
ঐটা দাও ঐ।
না দেবনা ছিড়বে তুমি
লুকায় আপু ব্যাগে
কান্না জুড়ে ছুড়ল কলম
ভীষণ রেগে মেগে।
দুই বোনেতে ঝগড়া ভীষণ
পড়ার সময় পার
এখন কেমন খেলছে দেখ
ঝগড়া নেইতো আর।



বিষয়: বিবিধ
১৫০০ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সুন্দর!!!
বছর দুই যাক তবে ভর্তি তখন হবেই।
কার্টুন দেখবে কেবল মজার মজার
মন্তব্য করতে লগইন করুন